বামেদের ডাকা সাধারণ ধর্মঘটে শামিল হচ্ছে হোসিয়ারি শ্রমিকরাও
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি-সহ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে বামেদের ডাকা সাধারণ ধর্মঘটে শামিল হচ্ছে হোসিয়ারি শ্রমিকরাও।

এদিন মিছিলকে সমর্থন করতে এবং রাস্তায় নামার আহ্বান জানিয়ে ওয়েস্টবেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে ধর্মঘটের সমর্থনে মিছিল ও পথসভা বের হয়। তাতে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা জানান, 'কেন্দ্রীয সরকারের শ্রম আইন সংশোধন করে সর্বস্তরের শ্রমিক সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে শামিল হতে হবে"। মিছিল ও পথসভায় কোলাঘাট ব্লকের নেতৃত্বদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
এসইউসিআই-এর বিভিন্ন শাখা সংগঠনগুলির পক্ষ থেকেও কোলাঘাটের বিভিন্নস্থানে মিছিল ও পথসভা আয়োজন করা হয়। আগামী ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে কৃষিজীবী মানুষ থেকে সাধারণ মানুষের সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন তারা।

বৈকুণ্ঠপুরে ৬৫০ পদে ভোগ সাজিয়ে দেবী জগদ্ধাত্রী আরাধনা