For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুত্বই হাতিয়ার শুভেন্দুর, BJP ক্ষমতায় এলে জয় শ্রীরাম বলা লোক মেয়র হওয়ার প্রতিশ্রুতি

হিন্দুত্বই হাতিয়ার শুভেন্দুর, BJP ক্ষমতায় এলে জয় শ্রীরাম বলা লোক মেয়র হওয়ার প্রতিশ্রুতি

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র সাতদিনের অপেক্ষা। ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। যথারীতি এই নির্বাচনের দিকে নজর থাকছে গোটা রাজ্যের। বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে উড়িয়ে দেওয়ার পর কলকাতাতেও হট ফেভারিট তৃণমূলই। কিন্তু যদি বিজেপি যেতে, তাহলে মেয়র কে হবেন? উত্তর দিলেন শুভেন্দু

পুরোভোটেও হিন্দুত্বই ভরসা!

পুরোভোটেও হিন্দুত্বই ভরসা!

সাধারণত পৌরসভা নির্বাচনে স্থানীয় সমস্যা যেমন জল-জমা, রাস্তার বেহাল দশা ইত্যাদি ইস্যু নিয়ে মাঠে নামে রাজনৈতিক দলগুলি। আগামী পাঁচ বছরে সাধারণ মানুষের সর্বক্ষণের সঙ্গী হওয়ার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। তবে বিজেপি এক্ষেত্রেও ব্যতিক্রম। পুরভোটেও হিন্দুত্ববাদে ভরসা রাখছে তারা। রবিবার প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তোপ দাগতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। বেহালায় রবিবাসরীয় প্রচারে গিয়ে শুভেন্দু বলেন, 'বিজেপি এমন লোককে মেয়র করবে যার কপালে তিলক, হাতে তাগা থাকবে। মানুষকে দেখলেই যে হরেকৃষ্ণ, জয় শ্রী রাম বলবে। যে প্রতি বছর কালীপুজো, দুর্গাপুজো করবে।'

কাটমানির পুরসভা!

কাটমানির পুরসভা!

তবে শুভেন্দু শুধুই যে মেয়র ইস্যুতে তৃণমূলকে খোঁটা দিয়েছেন তা নয়। রবিবার শুভেন্দু বলেন, 'আজ থেকে দশ বছর আগে শাসকদলের নেতাদের জীবনশৈলির সঙ্গে এখনের তুলনা করলেই পার্থক্য চোখে পড়বে।' পৌর পরিষেবা এবং কাটমানি নিয়েও আক্রমণের ঝড় তোলেন 'নন্দীগ্রামের সৈনিক'৷ শুভেন্দু বলেন, 'সম্পত্তি কর থেকে শুরু করে ট্রেড লাইসেন্স সবই বহুগুণ বেড়েছে। এদিকে সিন্ডিকেট, কাটমানির রমরমা চালাচ্ছে তৃণমূল। নাগরিক পরিষেবাকে অবহেলা করে কোটি টাকা সম্পত্তি বানিয়েছেন শাসকদলের নেতারা৷'

এই মুর্হূতে রাজ্যে গণতন্ত্র নেই?

এই মুর্হূতে রাজ্যে গণতন্ত্র নেই?

রাজ্যের বিরোধী দলনেতা মনে করেন, এই মুহূর্তে রজ্যে মোটেও গণতন্ত্র নেই। মমতাকে বিঁধে তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী চান না বাংলায় বিরোধী দল থাকুক। এমন পরিস্থিতি তৈরি করেছেন উনি যে শাসকদলকে সমর্থন না করলে এলাকায় টেকা দায় হবে৷ বিদায়ী কাউন্সিলর, কো-অর্ডিনেটররা যেভাবে দুর্নীতির চক্র চালাচ্ছেন, তার সমাধানে বিজেপিই একমাত্র বিকল্প

English summary
Hindu Man will be the mayor if BJP comes to power say Suvendu Adhikari, Hindutva is main power for Suvendu Adhikari in KMC election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X