For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোঘলসরাই স্টেশনের পর এবার শিয়ালদহ, নাম পরিবর্তনে চিঠি, কার নামে প্রস্তাব, জেনে নিন

মোঘলসরাই স্টেশনের পর কি এবার শিয়ালদহ স্টেশনের নাম বদলের উদ্যোগ ? হিন্দু সংহতি মঞ্চ নামে একটি সংগঠনের উদ্যোগে এমনটাই মনে হচ্ছে। সূত্রের খবর, দাবির সঙ্গে সহমত বিজেপিও।

  • |
Google Oneindia Bengali News

মোঘলসরাই স্টেশনের পর কি এবার শিয়ালদহ স্টেশনের নাম বদলের উদ্যোগ ? হিন্দু সংহতি মঞ্চ নামে একটি সংগঠনের উদ্যোগে এমনটাই মনে হচ্ছে। সূত্রের খবর, দাবির সঙ্গে সহমত বিজেপিও।

মোঘলসরাই স্টেশনের পর এবার শিয়ালদহ, নাম পরিবর্তনে চিঠি

১৮৬৯ সালে স্থাপিত হয় শিয়ালদহ স্টেশন। সেই সময় থেকেই তৎকালীন পূর্ববঙ্গীয় রেল বিভাগের আওতায় ছিল এই শিয়ালদহ। কিন্তু দেশভাগের পর পূর্ব বঙ্গীয় রেল-এর শিয়ালদহ বিভাগ ভারতের পূর্ব রেলের অন্তর্ভুক্ত হয়।

এই মুহূর্তে উত্তর ও দক্ষিণ শহরতলী এমন কী উত্তরবঙ্গের অন্যতম যোগসূত্র এই শিয়ালদহ স্টেশন।

নাম পরিবর্তনে এই দেশভাগের আবেগকেই উস্কে দিতে চাইছে হিন্দু সংহতি মঞ্চ। রাজনৈতিক মহলের একাংশের দাবি, টার্গেট সেই ভোটব্যাঙ্ক। বলা যেতে পারে উদ্বাস্তু ভোট ব্যাঙ্ক।
হিন্দু সংহতি মঞ্চের দাবি, শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাখা হোক। বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে চিঠি দিয়েছে তারা।

হিন্দু সংহতি মঞ্চের সঙ্গে সহমত বিজেপি। তাদের মতে, দেশগঠনে অবদান স্বরূপ শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদের নামেই হওয়া উচিত।

English summary
Hindu Sanhati Mancha sends letter to rail minister, prime minister for changing the name of Sealdah Station.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X