For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু অনুপ্রবেশকারী স্থান পাবে ভারতে, দেবশ্রী চৌধুরী ফের বিতর্ক উসকে দিলেন

অসমে ১৯ লক্ষ এনআরসি তালিকায় থেকে বাদ পড়েছে অনেকেই। বাতিলের মধ্যে ১২ লক্ষ হিন্দু বাসিন্দা।

  • |
Google Oneindia Bengali News

অসমে ১৯ লক্ষ এনআরসি তালিকায় থেকে বাদ পড়েছে অনেকেই। বাতিলের মধ্যে ১২ লক্ষ হিন্দু বাসিন্দা। ইতিমধ্যে এনআরসি নিয়ে যখন অসম রাজ্য উত্তাল। ঠিক সেইসময় কেন্দ্রের মন্ত্রী বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী জানালেন চুক্তি অনুযায়ী পৃথিবীর কোনও দেশ থেকে হিন্দু এলে তারা অনুপ্রবেশকারী হিসেবে গন্য হবে না। তাদের ভারতে স্থান দেওয়া হবে।

হিন্দু অনুপ্রবেশকারী স্থান পাবে ভারতে, দেবশ্রী চৌধুরী ফের বিতর্ক উসকে দিলেন

কেন্দ্রীয় শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর এমনই মন্তব্যে করার পর শোরগোল পড়ে গিয়েছে। মন্ত্রীর মন্তব্য অনুযায়ী আসামের এন আর সি তালিকায় বাদ পড়া হিন্দু বাসিন্দারা তাহলে বাদ পড়ছে কেন এই প্রশ্নই উঠে এসেছে।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে দাড়িভিটে দলীয় এক কর্মসূচীতে অংশ নিয়ে এন আর সি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন। চুক্তি অনুযায়ী হিন্দুরা কখনই অনুপ্রবেশকারী হতে পারেনা।

[গ্রামে থেকেই এখন সমস্ত রকম সুবিধা পাবেন গ্রামের মানুষ][গ্রামে থেকেই এখন সমস্ত রকম সুবিধা পাবেন গ্রামের মানুষ]

রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী আরও বলেন এনআরসি-র প্রয়োজনে গোটা দেশেই চালু হবে। তাঁর অভিযোগ বহু অনুপ্রবেশকারী দেশের ভেতরে থেকে দেশকে টুকরো করার প্রয়াস নিয়েছে। তা বন্ধ করতে হবে আর সেকারনেই এনআরসি প্রয়োজন।

 [মহারাষ্ট্রে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল বিজেপি-শিবসেনা] [মহারাষ্ট্রে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল বিজেপি-শিবসেনা]

English summary
Hindu immigrants will be resident of India, says MoS Debashree Chowdhury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X