For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬৫ তে পা দিলো দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট

৬৫ তে পা দিলো দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট

  • |
Google Oneindia Bengali News

দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট চলতি বছরে ৬৫ বছরে পদার্পন করলো। এই উপলক্ষে ওই প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ মেজর নরেন্দ্র ধর জয়ালের একটি মূর্তি উন্মোচন করা হয় চলতি সপ্তাহের সোমবার। পাশাপাশি এভারেস্ট জয়ী তেনজিং নোরগের ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে পর্বতারোহী দের নিয়ে বিশেষ ভাবে তৈরি "মেকিং অফ মউন্টেনিয়ার্স" নামের একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়েছিলো।

৬৫ তে পা দিলো দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট


তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির ঐতিহাসিক এভারেস্ট জয়ের পরেই এই প্রতিষ্ঠানটির স্থাপন করা হয়েছিলো। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল ও বাংলার মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের উদ্যোগেই মূলত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট টি তৈরি করা হয়। পর্বতারোহন প্রশিক্ষণের উপর জোর দেওয়াই ছিল এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যে।

অনেক খ্যাতনামা পর্বতারোহী এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তেনজিং নোরগে, নাওয়াং গম্বু, কুসাংগ্ সেরাপ প্রভৃতিরা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছিলেন। প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ মেজর জয়াল ছিলেন এ দেশের বিশিষ্ট পর্বতারোহী এবং পর্বতারোহনের অন্যতম প্রচারক। তিনি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। মূলত তাঁর দৌলতেই এই পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্রের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশের বাইরেও।

হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের বর্তমান প্রিন্সিপাল ক্যাপ্টেন জয় কৃষ্ণ বলেন, "এখনও পর্যন্ত ৪৭,০০০ জন পর্বতারোহনের প্রশিক্ষণ নিয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে। যার মধ্যে প্রায় ২৫০০ জন বিদেশি। আমাদের প্রতিষ্ঠানের অনেক কৃতি ছাত্রছাত্রীদের অনেকেই বিভিন্ন দেশে সুনাম অর্জন করেছে।" বিশ্ব উষ্ণায়নের রোধে সচেতনতা মূলক প্রচার চালাতে বিশেষ কিছু কর্মসূচীও নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ৬৫ বছর পূর্তি উপলক্ষে "গো ক্লিন, গো গ্রীন" নামক কর্মসূচিও নেওয়া হয়েছে প্রতিষ্ঠানের তরফ থেকে।

English summary
himalayan mountaineering institute in darjeeling celebrates its 65th birth anniversary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X