For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০-২০০ টাকা কেজি দরে ইলিশ এখন রমরমিয়ে বিকোচ্ছে রাজ্যের এই জায়গাগুলিতে

ইলিশের দাম ১০০ টাকা , তাও আবার অক্টোবর মাসের শেষের দিকে! এই তথ্য শুনে বলাই যায়, অকপটে "ইলিশ ছেড়ে দাও সরিষায়"!

  • |
Google Oneindia Bengali News

ইলিশের দাম ১০০ টাকা , তাও আবার অক্টোবর মাসের শেষের দিকে! এই তথ্য শুনে বলাই যায়, অকপটে "ইলিশ ছেড়ে দাও সরিষায়"! ভোজন রসিকদের জন্য় এর থেকে ভালো খবর আর কী হতে পারে। তবে এই দাম শহর কলকাতার নয়, মালদহর। সেখানে প্রতি কেজি ইলিশ ১০০ থেকে ২৫০ টাকা দরে বিকোচ্ছে। তাও আবার যে সে ইলিশ নয়, খোদ পদ্মার ইলিশ!

১০০-২০০ টাকা দরে ইলিশ এখন রমরমিয়ে বিকোচ্ছে রাজ্যের এই জায়গাগুলিতে

কালী পুজো পেরিয়ে এইভাবে জলের দরে ইলিশ পেলে বাঙালি আর কী চাইতে পারে। এই দরে ইলিশ পেলে গিন্নির মুখ যতই ভার হোক না কেন, পাতে সরষে- ইলিশ কিংবা পাতুরী পড়তে বাধ্য। তবে শুধু মালদহ নয় , মুর্শিদাবাদ ও বীরভূমের অধিবাসীরাও এই সুখের একইরকমের ভাগীদার। তবে তাঁরা পদ্মার ইলিশ না পেলেও ফারাক্কার ইলিশ ২০০ টাকা দরে পেয়ে যাচ্ছেন।

ইলিশ বিক্রেতার দাবি, এই দামে ইলিশ আর মাত্র দুই সপ্তাহ পাওয়া যাবে। তাঁরা জানাচ্ছেন গঙ্গায় উঠছে প্রচুর ইলিশ। জলস্রোতের উজানে ছুঁটে আসছে ইলিশ। মালদহের সজাপুর, মানিকচক, মোতাবাড়ি এলাকায় এখন প্রায়রোজই ঘরে ঘের চলছে ইলিশ ভোজ। এদিকে, সাঁইথিয়া, বোলপুর, সিউড়ি ,নলহাটিতে ২০০ থেকে ২৫০ টাকা দরে ইলিশ বিক্রি হলেও গ্রামের ভিতরের দিকে তা ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে।

English summary
hilsa gets cheapest in various parts of west bengal in october this year .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X