For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-তৃণমূলের লড়াই উধাও, পাহাড় এবার দেখবে মোর্চার গুরুং বনাম তামাং যুদ্ধ

বিজেপি-তৃণমূলের লড়াই উধাও, পাহাড় এবার দেখবে মোর্চার গুরুং বনাম তামাং যুদ্ধ

Google Oneindia Bengali News

বিনয় তামাংকে মোর্চার নেতৃত্বে এনে তৃণমূল কংগ্রেস পাহাড়ের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু গুরুং গোষ্ঠীর সমর্থনে ২০১৯-এ বিজেপিই হেসেছিল শেষ হাসি। একুশের আগে পাহাড়ে পা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের বার্তা দিয়েছিলেন গুরুং। তাতেই বদলে গিয়েছিল সমীকরণ। তামাং-গোষ্ঠীর সঙ্গে বাবাদ না মেটায় উভয়ে এবার সম্মুখ সমরে অবতীর্ণ।

এবার পাহাড়ের লড়াই হয়ে গিয়েছে ত্রিমুখী

এবার পাহাড়ের লড়াই হয়ে গিয়েছে ত্রিমুখী

রাজনৈতিক মহলে মনে করেছিল, বিজেপি এবার মোর্চার দুই গোষ্ঠীর কোন্দলের সুযোগ নেবে। কিন্তু বিনয় তামাংকে তারা সেটিং করতে পারেনি। শেষপর্যন্ত জিএনএলএফের সঙ্গে জোট করে বিজেপি প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। ফলে এবার পাহাড়ের লড়াই হয়ে গিয়েছে ত্রিমুখী। মোর্চার দুই গোষ্ঠীর ভোটা কাটাকাটিতে বিজেপি ফায়দা তোলার আশায় রয়েছে।

গুরুং-তামাং লড়াইয়ে বিজেপিও পার্শ্বচরিত্রে

গুরুং-তামাং লড়াইয়ে বিজেপিও পার্শ্বচরিত্রে

পাহাড়ের তিন আসনে এবার গৌণ হয়ে গিয়েছে বিজেপি বনাম তৃণমূলের লড়াই। ২০১৯-এ এই লড়াই ছিল বিজেপি বনাম তৃণমূলের। কিন্তু ২০২১-এ বিজেপিও চলে গিয়েছে পার্শ্বচরিত্রে। প্রধান দুই ভূমিকা বিমল গুরুং ও বিনয় তামাংয়ের। তাঁরা লড়াই করে ঠিক করবে কারা তৃণমূলের সমর্থক হবে- এমনটাই পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড়ে। তৃণমূল রয়েছে নিস্পৃহ।

মুখোমুখি লড়াইয়ে তৈরি বিমল গুরুং ও বিনয় তামাং

মুখোমুখি লড়াইয়ে তৈরি বিমল গুরুং ও বিনয় তামাং

তৃণমূল কংগ্রেস এবার তাদের জোটসঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চার জন্য তিনটি আসন ছেড়ে রেখে ২৯১ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। এখন এই তিন আসনে মুখোমুখি লড়াইয়ে তৈরি বিমল গুরুং ও বিনয় তামাং। গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়গোষ্ঠী একতরফা তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেন। তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই গুরুংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী ঘোষণা করল। ফলে এবার জোড়া জিজেএম প্রার্থী পাহাড়ে।

দুজনেই তৃণমূলের প্রতি আস্থাভাজন, তবু...

দুজনেই তৃণমূলের প্রতি আস্থাভাজন, তবু...

বিমল গুরুং মমতাকে সমর্থনের বার্তা দিয়ে একপ্রকার ঠিক করেই নিয়েছেন, বিজেপির থেকেও অনেক বেশি লড়াই এবার বিনয় তামাংয়ের সঙ্গে। দুজনেই মোর্চার দাবিদার, দুজনেই তৃণমূলের প্রতি সমর্থনের বার্তা দিচ্ছেন, কিন্তু দুজনে এক মঞ্চে আসতে রাজি নন। উভয়েই একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছেন।

পাহাড়ে কাকে সমর্থন করবে তৃণমূল- গুরুং না তামাংকে

পাহাড়ে কাকে সমর্থন করবে তৃণমূল- গুরুং না তামাংকে

পাহাড়ে গুরুং বনাম তামাং যুদ্ধে সমস্যায় পড়েছে তৃণমূল। তারা কাকে ছেড়ে কাকে ধরবে তা স্থির করে উঠতে পারছে না। তামাং পুরনো বন্ধু। আবার নতুন বন্ধু গুরুং। ফলে দু-নৌকায় পা দিয়ে চলতে হচ্ছে তৃণমূলকে। আবার বিজেপিও মোর্চার একটা পক্ষকে তাদের দিকে আনতে ব্যর্থ। তাই পাহাড়ের লড়াই এবার অন্য আঙ্গিকে।

ভোটের বাজারে তারকা রাজনীতিকরা অন্য রূপে, দেখুন চিনতে পারেন কিনা</a><a class=" title="ভোটের বাজারে তারকা রাজনীতিকরা অন্য রূপে, দেখুন চিনতে পারেন কিনা" />ভোটের বাজারে তারকা রাজনীতিকরা অন্য রূপে, দেখুন চিনতে পারেন কিনা

বাংলায় কি ফের লকডাউন? ভুয়ো খবর, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ নবান্নেরবাংলায় কি ফের লকডাউন? ভুয়ো খবর, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ নবান্নের

English summary
Hill shows battle between Bimal Gurung versus Binoy Tamang in 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X