For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

শিক্ষা সংসদ
কলকাতা, ২৭ মে: আগামী ৩০ মে অর্থাৎ শুক্রবার এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোচ্ছে। ওইদিন সকাল সাড়ে ন'টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সভাপতি মহুয়া দাস এই বৈঠকে পৌরোহিত্য করবেন। তার পর সকাল দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

এ বছর আট লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। তাঁরা ছাড়াও তাঁদের অভিভাবকরাও এখন উৎকণ্ঠায়। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে বণ্টন কেন্দ্রগুলিতে গিয়ে বিদ্যালয়ের প্রতিনিধিরা মার্কশিট ও সার্টিফিকেট তুলতে পারবেন। ওইদিনই পড়ুয়ারা নিজেদের স্কুলে গিয়ে সেই মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

যে ওয়েবসাইটগুলি থেকে ফল জানা যাবে, সেইগুলি হল:

www.wbchse.nic.in
www.wbresults.nic.in
www.results.banglarmukh.gov.in
www.calcuttatelephones.com
www.exametc.com
www.knowyourresult.com
www.indiaresults.com
www.resultsout.com
www.jagaranjosh.com
www.indianaccess.com

এ ছাড়াও, এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। 'রাইট মেসেজ' অপশনে গিয়ে লিখতে হবে WB 12, তার পর স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। আর পাঠিয়ে দিতে হবে যে কোনও একটি নম্বরে:

৫৪২৪২
৫২০৭০৫১
৫৬৭৬৭৫০
৫৬২৬৩

মাধ্যমিকের মতো যদি উচ্চ মাধ্যমিকেও পাশের হার বেড়ে যায়, তবে কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে সমস্যা হবে বলে মনে করা হচ্ছে। উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোলেই রাজ্যের সব কলেজ ভর্তির বিজ্ঞপ্তি জারি করে দেবে।

মাধ্যমিকে এ বার পাশের হার বেড়ে যাওয়ায় স্কুলগুলিতে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে চলছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। ৭০-৮০ শতাংশ নম্বর পেলে যেখানে গত বছরও বেগ পেতে হয়নি, এ বার উল্টো ছবি। ফলে অনেকেই পছন্দের স্কুলে ভর্তি হতে পারছে না। খাস কলকাতাতেও অনেককে যেতে হচ্ছে শহরতলির বিভিন্ন স্কুলে। উচ্চ মাধ্যমিকে সেই ছবির পুনরাবৃত্তি হলে সঙ্কট বাড়বে। সেক্ষেত্রে কলেজগুলিতে যদি আসন বাড়ানো হয়, তা হলে কিছুটা সুরাহা হওয়া সম্ভব। বিভিন্ন ছাত্র সংগঠন রাজ্য সরকারের উদ্দেশে এমনই দাবি জানিয়েছে।

English summary
Higher Secondary Examination result to be declared on May 30
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X