For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আবহে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সার্ভার-বিভ্রাটে অনলাইনে দেখা যাচ্ছে না রেজাল্ট

করোনার আবহে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সার্ভার-বিভ্রাটে অনলাইনে দেখা যাচ্ছে না রেজাল্ট

Google Oneindia Bengali News

করোনার আবহে চ্যালেঞ্জ নিয়েই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হলেও সার্ভার-বিভ্রাটে অনলাইনে দেখা যাচ্ছে না ফল। বারবার 'এরর' দেখাচ্ছে রেজাল্ট। ফলস্বরূপ ছাত্রছাত্রীরা ফল জানতে পারছেন না। ক্রমশই উৎকণ্ঠা তৈরি হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে। যদিও উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, আধঘণ্টার মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।

করোনার আবহে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সার্ভার-বিভ্রাটে অনলাইনে দেখা যাচ্ছে না রেজাল্ট

তিনি জানান, উচ্চমাধ্যমিকের ফল ঘোষণার পর রেজাল্ট আপলোড করতে গিয়ে সার্ভারে একটু সমস্যা হয়েছে। বিশেষজ্ঞরা অতি সত্বর তা সারিয়ে তোলার চেষ্টা করছেন। তারপরই রেজাল্ট আপলোড হয়ে যাবে এবং সবাই দেখতে পাবেন ফল। কোনও টেনশনের কিছু নেই। একটু ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

২০২০-র উচ্চমাধ্যমিকে পাসের হার রেকর্ড ৯০.১৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯০.৪৪। ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস করেছে এবার। সাফল্যের নিরিখে সবার আগে কলকাতা। তারপর রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর

উচ্চমাধ্যমিক সংসদ সভাপতি জানান, ৯০.১৩ শতাংশ পাস ঐতিহাসিক। গতবার ৮৬.২৯ শতাংশ পাস করেছিল। সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯ অর্থাৎ ৯৯.৮ শতাংশ। এটাও একটা রেকর্ড। কলকাতা ও দুই মেদিনীপুর ছাড়াও কালিম্পং, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ভালো ফল করেছে।

উচ্চমাধ্যমিকে ফলাফল প্রকাশিত, পাসের হার রেকর্ড ৯০.১৩ শতাংশ, সর্বোচ্চ নম্বরও নজিরবিহীনউচ্চমাধ্যমিকে ফলাফল প্রকাশিত, পাসের হার রেকর্ড ৯০.১৩ শতাংশ, সর্বোচ্চ নম্বরও নজিরবিহীন

English summary
Higher Secondary Examination result doesn’t shown in Online due to server distraction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X