For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরিস্থিতি মাথায় রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত! জানানো হল স্কুলগুলিকে

করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছে বাংলা! পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এই অবস্থায় অফলাইনে হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। করোনার কারণে গত দুই বছর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এই ব

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছে বাংলা! পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এই অবস্থায় অফলাইনে হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। করোনার কারণে গত দুই বছর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এই বছর তা নেওয়া হচ্ছে।

জানানো হল স্কুলগুলিকে

একেবারে সবদিক থেকেই সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থ নিশ্চিত করেই নেওয়া হবে পরীক্ষা। শুধু তাই নয়, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে বড় সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

আগে উচ্চ মাধ্যমিক অন্য স্কুলে গিয়ে দিতে হত পড়ুয়ারা। কিন্তু করোনা পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত সংসদের। ঘোষণা অনুযায়ী এবার পরীক্ষা হবে হোম সেন্টারে। অর্থাৎ পরীক্ষার্থীদের এবার অন্য কোনও স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। নিজের স্কুলে গিয়েই পরীক্ষা দেবেন তাঁরা। করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে এহেন সিদ্ধান্ত শিক্ষা সংসদের। আর এরপরেই স্কুলগুলিকে সেভাবে তৈরি হওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে এখন থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার জন্যে স্কুলগুলিকে বলা হয়েছে।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তথ্য দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, হোম সেন্টারেই এবার উচ্চ মাধ্যমিক নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা যাতে ভালো ভাবে নেওয়া যায় সেজন্যেই এই ব্যবস্থা বলেও দাবি শিক্ষা সংসদ সভাপতির। একই সঙ্গে পড়ুয়াদের সুবিধার কথাটাও এক্ষেত্রে ভাবা হয়েছে বলে দাবি। ইতিমধ্যে রাজ্যের সমস্ত স্কুলগুলিকেও এহেন তথ্য দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বলে দাবি সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

করোনা পরিস্থিতিতে এবার সতর্ক সংসদ। আর সেদিকে তাকিয়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। তথ্য অনুযায়ী এবার মোট ৬ হাজার ৭২৭টি কেন্দ্রে হবে পরীক্ষা। গত কয়েক বছরের থেকে প্রায় তিনগুন বাড়ানো হয়েছে কেন্দ্রের সংখ্যা। একই সঙ্গে করোনা সংক্রান্ত সমস্ত বিধি নিষেধও মানা হচ্ছে।

যেমন সোশ্যাল ডিসটেন্স, স্যানিটাইজার সহ সমস্ত বিষয় নিশ্চিত করতেও স্কুলগুলিকে বলা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে সব পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে ইন্টারনেটও বন্ধ রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনই কিছু বলা হয়নি।

উল্লেখ্য আগামী দুই তারিখ থেকে পরীক্ষা শুরু হলেও তা চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। এবার উচ্চ মাধ্যমিকে দুবার রুটিন বদল করা হয়। প্রথমে জয়েন্টের জন্যে পরীক্ষার সূচিতে বদল হয় । এরপর ১২ এপ্রিল উপনির্বাচনের কারণেও রুটিনে রদবদল করা হয়েছে।

English summary
Higher secondary exam will be arranged in home centre in west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X