For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, কড়া নিরাপত্তা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ
কলকাতা, ১২ মার্চ: আজ থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার ৮০২,৩৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে। টোকাটুকি বন্ধে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

ঠিক সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, পরীক্ষাকেন্দ্রে গোপন ক্যামেরা থাকবে। নিরাপত্তার ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন জেলায় স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র রয়েছে মালদহ এবং কলকাতায়। কলকাতার গার্ডেনরিচ এবং মেটিয়াবুরুজ অঞ্চলের স্কুলগুলির অধিকাংশই রয়েছে এই তালিকায়।

প্রশাসন সূত্রের খবর, মেয়েদের স্কুলগুলিতে মোতায়েন করা হচ্ছে মহিলা পুলিশ। এ ছাড়া ভিডিওগ্রাফি, স্কুলের বাইরে সাদা পোশাকের পুলিশি ব্যবস্থা ইত্যাদি থাকবে। দরকারে স্কুলের আশপাশে ১৪৪ ধারাও জারি করা হবে। শিক্ষকদের মোবাইল ফোন বন্ধ করে তা জমা দিয়ে তবে ভিতরে ঢুকতে হবে।

বুধবারই শুরু হবে একাদশ শ্রেণীর পরীক্ষাও। একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে ১৬ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের সংখ্যা ৪১৫,০৬১ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৮৭,২৯৫ জন। ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি, এমন জেলাগুলি হল হুগলী, জলপাইগুড়ি এবং হাওড়া। সার্বিকভাবে পরীক্ষার্খীদের সংখ্যা সবচেয়ে বেশি হল উত্তর ২৪ পরগনায়। পরীক্ষার্থীদের সুবিধার জন্য রাজ্য সরকার পর্যাপ্ত বাসের ব্যবস্থা করেছে বলে দাবি প্রশাসনের।

English summary
Higher Secondary Examination to begin from today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X