For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে করোনা আতঙ্ক ছড়াতেই আরও পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষা! নির্দেশিকা জারি সংসদের

Google Oneindia Bengali News

কয়েকদিন আগও শহরে করোনা আক্রান্ত ছিল না কেউ। তবে গত কয়েকদিনেই তিন জন করোনা আক্রান্তের খোঁজ মেলায় এবার বাকি দেশের মতো চূড়ান্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন কলকাতা ও রাজ্যের মানুষ। এই পরিস্থিতিতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিকের পরীক্ষা স্থগিত করা হল। এই বিষয়ে এক নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

১৫ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হল

১৫ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হল

সংসদের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। উল্লেখ্য, আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল।

রাজ্যের তৃতীয় করোনা আক্রান্তের খোঁজ

রাজ্যের তৃতীয় করোনা আক্রান্তের খোঁজ

এরই মধ্যে আজ রাজ্যের তৃতীয় করোনা আক্রান্তের খোঁজ মেলে। বেলেঘাটা আইডি সূত্রে খবর, ওই তরুণী দিন কয়েক আগে স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে ভর্তি রাখা হয়েছিল বেলেঘাটা আইডির আইসোলেশন ওয়ার্ডে। জানা গিয়েছে ওই তরুণী হাবড়ার বাসিন্দা।

করোনা আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ চলছে

করোনা আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ চলছে

এদিকে এই খবর প্রকাশ হতেই করোনা ভাইরাস আক্রান্তকে নিয়ে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রামের কর্মীরা খোঁজ খবর শুরু করেছেন। স্কটল্যান্ড থেকে ফেরার পর ওই ব্যক্তি কোথায় কোথায় গিয়েছিলেন, কাদের সঙ্গে কথা বলেছিলেন, সব খতিয়ে দেখছএন তারা।

কলকাতায় করোনা আক্রান্ত প্রথম দুই জন ছিলেন লন্ডন ফেরত

কলকাতায় করোনা আক্রান্ত প্রথম দুই জন ছিলেন লন্ডন ফেরত

প্রসঙ্গত, কলকাতায় করোনা আক্রান্ত প্রথম দুই জন ছিলেন লন্ডন ফেরত। জানা গিয়েছে বিমানবন্দরে তাদেরক কোয়ারান্টিনে থাকতে বলা হলেও তা অমান্য করে তারা শহর জুড়ে ঘুরে বেরিয়েছে, যার জেরে আতঙ্কে রয়েছে শহরবাসী।

স্টেজ ৩-তে যাচ্ছে ভারত?

স্টেজ ৩-তে যাচ্ছে ভারত?

করোনা ভাইরাসের প্রকোপে দেশব্যাপী লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। স্টেজ ২-তে থাকা ভারতের করোনা সংক্রমণ পরিস্থিতিকে স্টেজ ৩-এ যাওয়া থেকে আটকাতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে।

স্থগিত রাখা হয় পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাও

স্থগিত রাখা হয় পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাও

এই পরিস্থিতিতে রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত পরীক্ষা আরও কয়েকদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। জানা গিয়েছে ২১ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে যেই সব পরীক্ষা হওয়ার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হবে। লোক সমাগম ঠেকাতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

English summary
higher secondary exam of west bengal boards postponed till 15th april amid coronavirus row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X