For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশে বিলম্ব, আইএসসি-সিবিএসই’র চাপে ভর্তির আশঙ্কায় পরীক্ষার্থীরা

ইতিমধ্যেই আইএসসি ও সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হয়ে গিয়েছে। কিন্তু ফলপ্রকাশ হয়নি উচ্চমাধ্যমিকের। ভর্তিতে সমস্যা হবে বলেই আশঙ্কা ছাত্রছাত্রীদের।

Google Oneindia Bengali News

ইতিমধ্যেই আইএসসি ও সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হয়ে গিয়েছে। কিন্তু ফলপ্রকাশ হয়নি উচ্চমাধ্যমিকের। পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ফলপ্রকাশে বিলম্ব করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রবল আশঙ্কায় পড়েছে। দেরিতে ফলপ্রকাশ হওয়ায় পছন্দের কলেজে তাঁদের ভর্তিতে সমস্যা হবে বলেই আশঙ্কা ছাত্রছাত্রীদের।

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশে বিলম্ব, আএসসি-সিবিএসই’র চাপে ভর্তির আশঙ্কায় পরীক্ষার্থীরা

জুন মাসের প্রথম সপ্তাহের আগে ফল প্রকাশের সম্ভাবনা প্রায় নেই। এদিকে আএইসি ও সিবিএসির ফলপ্রকাশ হয়ে গিয়েছে সপ্তাহখানেক আগেই। আর কেন্দ্রীয় বোর্ডের দুই পরীক্ষাতেই এ রাজ্যের পড়ুয়ারাও ভালো ফল করেছে এবং ইতিমধ্যেই ভর্তির জন্য এগিয়ে গিয়েছে তাঁরা। এই অবস্থায় উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের উদ্বেগ, তারা কি সময়ের মধ্যে কলেজ ভর্তি ফর্ম জমা দিতে সক্ষম হবে?

আশঙ্কা, বাংলার কলেজের ভর্তি পরীক্ষার তারিখ রাজ্যের বাইরের কলেজগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকবে না। আইএসসি এবং সিবিএসই-র শিক্ষার্থীরা প্রতিযোগিতার জন্য পর্যাপ্ত সময় হাতে পাবে, কিন্তু উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা পাবে না। ফলস্বরূপ বেশি নম্বর পেয়ে অন্যান্য বোর্ডের পড়ুয়ারাই এগিয়ে থাকবে ভর্তির পরীক্ষায়।
এমন অনেক কলেজ রয়েছে, যে সমস্ত কলেজে নম্বরের চাহিদা বেশি, সেইসব কলেজগুলিতে এখনই ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে। অন্যান্য বোর্ডের শিক্ষার্থী ইতিমধ্যেই ফলাফল পেয়ে ভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে।ফলে তারাই অগ্রাধিকার পাবে ভালো কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে।

পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষক সমিতির সচিব সৌগত বসু জানান, সাধারণত জুন মাসের ৫ তারিখের আগে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয় না। ফলে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা পছন্দের সাবজেক্টে অনার্স কোর্সে ভর্তিতে সমস্যায় পড়েন।

তাঁর কথায়, উদ্বেগের আরও একটি কারণ ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে। অনেক সময়ই কলেজে প্রবেশিকা পরীক্ষায় তারিখ একই হয়ে যায়। পরীক্ষার্থীরা প্রয়োজনীয় সমস্যা পায় না। আর সিবিএসই ও আইএসসি শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর উচ্চমানের। অনেকে অনেক বিষয়ে ১০০ শতাংশ নম্বর পেয়েছে। ফলে উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। মানসিক চাপে পড়ে যায় ছাত্রছাত্রীরা।

এই অবস্থায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফলাফল প্রকাশের বিলম্বের কারণে একটি বৈঠক ডেকেছেন। যাতে উচ্চমাধ্যমিকের ফলাফল তাড়তাড়ি প্রকাশ করা যায়- সেই কারণের এই বৈঠকের আয়োজন। এই বৈঠকে একটা সম্ভাবনা তৈরি হয়েছে অন্তত দিন চারেক আগেই ফল প্রকাশ হয়ে যেতে পারে। সেরকম হলে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাস হবে ৩১ মে বা ১ জুন।

English summary
Higher Secondary candidates are feeling problems for admission because ISC and CBSE Class XII results already out,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X