For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমানতকারীদের ফেরত দেওয়ার মতো কত টাকা রয়েছে সারদার , জানতে চাইল আদালত

সারদার আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে বুধবার ৩ টি হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট।

  • |
Google Oneindia Bengali News

সারদার আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে বুধবার ৩ টি হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। হলফ নামায় হাইকোর্ট জানতে চেয়েছে লগ্নি সংস্থা সারদার আমানতকারীদের ফেরত দেওয়ার মতো কত টাকা রয়েছে? এবিষয়ে ৩ টির মধ্যে একটি হলফনামা দিতে হবে মামলাকারীদের। বাকি দুটি হলফনামা দিতে হবে সিবিআই ও ইিডর মতো তদন্তকারী সংস্থাকে।

আমানতকারীদের ফেরত দেওয়ার মতো কত টাকা রয়েছে সারদার , জানতে চাইল আদালত

এর আগে সারদার সম্পত্তি বিক্রি করে টাকা ফেরৎ দিতে চেয়েছিলেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন। এদিকে, সারদা সহ বিভিন্ন অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে তা ফেরত না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আমানতকারীরা। এবিষয়ে , সারদার লগ্নিকারীদের দেওয়ার জন্য রাজ্যসরকার যে ৫০০ কোটি টাকার তহবিল বানিয়েছিল তার মধ্যে কত টাকা অবশিষ্ট রয়েছে সেই বিষয়েই মামলাকারীদের হলফনামা চেয়েছে হাইকোর্ট।

হাইকোর্ট এদিন, সারদা মামলায় ২ তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই-কে নির্দেশ দেয়, সারদার কত টাকা তারা বাজেয়াপ্ত করেছে এবং ওঅ সংস্থার কত সম্পত্তি কত টাকায় বিক্রি করা হয়েছে, তার সমস্ত তথ্যই হলফনামা দিয়ে জানাতে হবে। ৩ পক্ষকেই এই কাজ ২২ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে।

English summary
Highcourt asks, how much money left to return sarada depositers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X