For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ফুঁসছে সাগর, ‘ত্র্যহস্পর্শে’ প্রবল জলোচ্ছ্বাসের অশনি সংকেত উপকূলে

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ফুঁসছে সাগর, ‘ত্র্যহস্পর্শে’ প্রবল জলোচ্ছ্বাসের অশনি সংকেত উপকূলে

Google Oneindia Bengali News

বঙ্গোপসাগর ফুঁসছে ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে। ইয়াস ক্রমশ শক্তি বাড়িয়ে ভেরি সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। ক্ষণে ক্ষণে গতিপথ বদলে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ইয়াস। তার উপর পূর্ণিমার ভরা কোটাল আর চন্দ্রগ্রহণ। ভরা জোয়ারের সময়ই ইয়াসের আছড়ে পড়ার কথা। ফলে ত্র্যহস্পর্শে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা করছে ন আবহবিদরা।

বাঁক ওড়িশার দিকেই, চাঁদবালি-ধমরা পোর্টের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস, বাংলা কি তবে রেহাই পেল?বাঁক ওড়িশার দিকেই, চাঁদবালি-ধমরা পোর্টের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস, বাংলা কি তবে রেহাই পেল?

পূর্ণিমার ভরা কোটালে ফুলে উঠেছে সমুদ্র, এরপর ৪ মিটার ঢেউ!

পূর্ণিমার ভরা কোটালে ফুলে উঠেছে সমুদ্র, এরপর ৪ মিটার ঢেউ!

আবহবিদদের আশঙ্কা এমনিতেই জোয়ারের সময় সমুদ্রের জল ফুলে ফেঁপে ওঠে পাঁচ মিটার-সাড়ে পাঁচ মিটার। পূর্ণিমার ভরা কোটালে তা আরও ফুলবে। আর আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে দিঘা ও সংলগ্ন উপকূলে ২ থেকে ৪ মিটার জলোচ্ছ্বাস হবে।

ঘূর্ণিঝড়ের দিনেই পূর্ণিমা আর চন্দ্রগ্রহণ পড়ায় অশনি সংকেত

ঘূর্ণিঝড়ের দিনেই পূর্ণিমা আর চন্দ্রগ্রহণ পড়ায় অশনি সংকেত

বুধবার ইয়াস আছড়ে পড়ার কথা। তার আগে মঙ্গলবারই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। দিঘা সংলগ্ন বেশ কয়েকটি গ্রামে সমুদ্র-বাঁধ ছাপিয়ে জল ঢুকতে শুরু করে গ্রামে। আবহবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, যখন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তখন সর্বোচ্চ সীমায় পৌঁছবে জোয়ার। ঝড়ের দিনেই পূর্ণিমা আর চন্দ্রগ্রহণ পড়ায় অশনি সংকেত দেখছে হাওয়া অফিস।

ভরা জোয়ারের সময় আছড়ে পড়বে ইয়াস, উত্তাল হবে সমুদ্র

ভরা জোয়ারের সময় আছড়ে পড়বে ইয়াস, উত্তাল হবে সমুদ্র

বুধবারই চন্দ্রগ্রহণ আর ওইদিনই ঘূর্ণিঝড় ইয়াস উপকূল ছোঁয়ার কথা। চন্দ্রগ্রহণের দিন সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ শুরু হবে জোয়ার। পৌনে ১১টা নাগাদ জোয়ার সর্বোচ্চ সীমায় পৌঁছবে। আর বুধবার দুপুর ১২টার মধ্যেই ঘূর্ণিঝড় ইয়াসের আছড়ে পড়ার কথা। বুধবার সকাল থেকেই ল্যান্ডফল করতে শুরু করবে। তা চলবে দুপুর পর্যন্ত।

ত্র্যহস্পর্শে আর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগর, সমুদ্রে জলস্ফীতি

ত্র্যহস্পর্শে আর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগর, সমুদ্রে জলস্ফীতি

একই সময়ে পূর্ণিমার ভরা কোটাল আর ইয়াসের আছড়ে পড়ার ঘটনায় সমুদ্রে জলস্ফীতি ভয়ঙ্কর রূপ নিতে পারে। প্রবল ঢেউ বাঁধ ছাপিয়ে ঢুকে পড়তে পারে স্থলভাগে। আর এরপর বুধবার দুপুর ৩টে ১৫ মিনিটে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলবে ৬টা ২৩ মিনিট পর্যন্ত। এই ত্র্যহস্পর্শ না সমুদ্রকে আর উত্তাল করে তোলে!

বাংলা ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে রক্ষা পেলেও ভয়ঙ্কর হবে সমুদ্র

বাংলা ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে রক্ষা পেলেও ভয়ঙ্কর হবে সমুদ্র

ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়বে বলে আবহ দফতরের তরফে জানানো হয়েছিল সোমবার। এদিন গতিপথ বদলে আরও ওড়িশার দিকে সরে গিয়েছে ঘূর্ণিঝড়। তবে স্থলভাগের সঙ্গে দূরত্ব যত কমে আসছে, ততই সমুদ্র উত্তাল হয়ে উঠছে। বাংলা ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে খানিক রক্ষা পেলেও সমুদ্রের ভয়ঙ্কর রূপে উপকূলবর্তী এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

Recommended Video

ইয়াসে নন্দীগ্রামবাসীকে আশ্বস্ত করলেন শুভেন্দু অধিকারী |Oneindia Bengali

English summary
High tide may be flooded Bay of Bengal coast area due to cyclone Yaas with lunar eclipse day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X