For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা নিয়ে হাইকোর্টের দিল বড়সড় নির্দেশ

করোনা পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা নিয়ে হাইকোর্টের দিল বড়সড় নির্দেশ

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যের বিধানসভা নির্বাচন পরিচালনায় করোনা সংক্রমণ রুখতে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তা নিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপশি, এবিষয়ে রাজ্য পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার এই সংক্রান্ত সব কটি মামলার একসঙ্গে শুনানিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

করোনা পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা নিয়ে হাইকোর্টের দিল বড়সড় নির্দেশ

এদিন করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন নিয়ে দায়ের হওয়া সবকটি মামলার একসঙ্গে শুনানি ছিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শুনানিতে নির্বাচন কমিশনের তরফে একটি হলফনামা পেশ করা হয় আদালতে। জানানো হয়, নির্বাচন কমিশনের তরফে করোনা বিধি মেনে নির্বাচন করার স্পষ্টই নির্দেশ রয়েছে। কিন্তু তার সত্বেও কেউ কমিশনের এই নির্দেশ মানছে না। তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সভা - সমাবেশ নিয়েও এদিন বিরক্তি প্রকাশ করে হাইকোর্টের প্রধান বিচারপতি।

এই পরিস্থিতে রাজ্যের ভূমিকা কি তাও জানতে চেয়েছে আদালত। রাজ্যের তরফে এজি জানান, যেহেতু রাজ্যের নির্বাচন প্রক্রিয়া লাগু হয়ে গিয়েছে। তাই সব দায়িত্বই এখন নির্বাচন কমিশনের ওপর। রাজ্য সে বিষয়ে রাজ্য হস্তক্ষেপ করতে পারে না। এপ্রসঙ্গে রাজ্যের কাছে আদালত জানতে চেয়েছে, কমিশনকেই কি সব দায়িত্ব নিতে হবে ? আগামী বৃহস্পতিবার এনিয়ে আদালতে ব্যাখ্যা দেবে রাজ্য।

English summary
High court order on west bengal Election during Corona secnd wave
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X