শর্তসাপেক্ষে পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভের অনুমতি হাইকোর্টের
সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে ১১ জানুয়ারি সোমবার থেকে শহীদ মিনার ময়দানে রাজ্যের পার্শ্বশিক্ষকদের শর্তসাপেক্ষে অবস্থান-বিক্ষোভের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অবস্থান-বিক্ষোভের অনুমতি সংক্রান্ত পার্শ্বশিক্ষকদের আনা একটি মামলায় রবিবার এই নির্দেশ হাইকোর্টের।

তবে আদালতের স্পষ্ট নির্দেশ, এক সঙ্গে ৫00 জনের বেশি জমায়েত হতে পারবেন না মামলাকারি পার্শ্বশিক্ষকরা। পাশাপাশি, করোণা পরিস্থিতিতে কোভিড প্রটোকল মেনে তাদের এই কর্মসূচি চালাতে হবে। তাদের কর্মসূচির কারণে যাতে কোনভাবে যানজট না হয় এবং আইন-শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সে বিষয়ে নজর রাখতে হবে না। এছাড়াও খেয়াল রাখতে হবে তাদের কর্মসূচির কারণে সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় সেদিকেও খেয়াল রাখার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি।
বেতন কাঠামো সহ 10 দফা দাবিতে রাজ্য প্রশাসনের কাছে অবস্থান বিক্ষোভের জন্য আবেদন জানিয়েছিলেন পার্শ্বশিক্ষকদের সংগঠন। কিন্তু সেখানে অনুমতি না পাওয়ায় আদালতের দ্বারস্থ হন তাঁরা।