For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট পরবর্তী হিংসা মামলায় নতুন করে সিবিআই-সিটকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভোট পরবর্তী হিংসা মামলাতে নয়া মোড়। ভোটের পর থেকেই রাজ্যে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। শুধু তাই নয়, খুন-ধর্ষণের মতোও ঘটনা ঘটে। আর এই ঘটনাতে একের পর এক মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে খুন, ধর্ষণের মত

  • |
Google Oneindia Bengali News

ভোট পরবর্তী হিংসা মামলাতে নয়া মোড়। ভোটের পর থেকেই রাজ্যে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। শুধু তাই নয়, খুন-ধর্ষণের মতোও ঘটনা ঘটে। আর এই ঘটনাতে একের পর এক মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে খুন, ধর্ষণের মতো ঘটনার তদন্ত সিবিআইকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

শুধু তাই নয়, অপেক্ষাকৃত কম ঘটনাগুলির তদন্তে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়। সেই মতো মামলার তদন্ত চলছে। তবে আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

সিবিআই এবং বিশেষ তদন্তকারী দল (সিট)-কে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের।

এদিন মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে আইনজীবী বলেন, এখনও পর্যন্ত ৪০টি মামলা দায়ের করা হয়েছে। দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত চলছে। ইতিমধ্যে বহু মানুষকে জেরা করা হয়েছে। এমনকি গ্রেফতারও করা হয়েছে। আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়।

শুধু তাই নয়, বেশ কয়েকটি মামলাতে প্রাথমিক চার্জশিটও জমা দেওয়া হয়েছে। এই সংক্রান্ত প্রাথমিক রিপোর্টও আদালতের কাছে ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে বলেও সিবিআই আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানান।

অন্যদিকে সিটের তরফেও একটি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়। মামলার তদন্তের গতি প্রকৃতি কতদূর এগিয়েছে সে বিষয়ে ওই রিপোর্টে উল্লেখ রয়েছে বলে সিটের তরফে জানানো হয়েছে। তবে এদিন আদালত সবপক্ষের বক্তব্য শুনে আদালত নতুন করে সিবিআই এবং সিটকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

এই মুহূর্তে মামলার গতি প্রকৃতি কি সেই বিষয়ে বিস্তারিত তথ্য ওই রিপোর্টে উল্লেখ করতে বলা হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফে।

তবে এখনও অরজন্ত ভোট পরবর্তী হিংসা মামলাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরন দেওয়া নিয়ে কিছু বলা হয়নি। আজ সোমবার মামলার শুনানিতে ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। এ প্রসঙ্গে বিচারপতি মুখোপাধ্যায় বলেন, ''আগে তদন্ত শেষ হোক। তার পর ক্ষতিপূরণের বিষয় নিয়ে ভাবা যাবে।''

শুধু তাই নয়, মামলাকারী আইনজীবী অভিযোগ করে বলেন, এখনও আতঙ্কের ছবি রয়েছে। ঘর ছাড়া বহু মানুষ আতঙ্কে বাড়ি ফিরতে পারছে না। কাজে যোগ দিতে পারছে। মামলাকারীর কাছে পুরো বিষয়টি জানার পর, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, এই মুহূর্তে কারা বাইরে রয়েছে তাঁদের একটি তালিকা তিরি করতে হবে। আর সেই তালিকা রাজ্যকে তুলে দিতে হবে।

English summary
High Court order CBI to give investigation report on Post Poll violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X