ভাটপাড়া পুরসভার অনাস্থা প্রস্তাবের জরুরি শুনানির আবেদন খারিজ হাইকোর্টে
ভাটপাড়া পুরসভার অনাস্থা প্রস্তাব নিয়ে রাজ্যের জরুরি শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অনাস্থা ভোট নিয়ে যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মামলার জরুরি শুনানির আর্জি জানায় রাজ্যের কৌঁসুলি। কিন্তু গতকালের নির্দেশনামার কপি না থাকার কারণে সেই আবেদনও খারিজ করল ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, মামলা ফাইল করে আসতে হবে রাজ্যকে। সে ক্ষেত্রে মামলা ফাইল হলে সোমবার হতে পারে শুনানি। এই মামলায় জরুরী শুনানির প্রয়োজন রয়েছে বলে আদালত মনে করছে না।উল্লেখ্য, ভাটপাড়া পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে এদিন অনাস্থা বৈঠক ছিল। ১৯-০ ভোটে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করে তৃণমূল। কিন্তু পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা বৈঠক বেআইনি বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয় বিজেপি।
সেই মামলার শুনানিতে গত দিন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অরিন্দম সিনহা ভাটপাড়া পৌরসভার চেয়ার ম্যানের বিরুদ্ধে ৩ তৃণমূল কাউন্সিলরের আনা অনাস্থা প্রস্তাব নোটিশ খারিজ করে দেন। এই অনাস্থা নোটিশ খারিজের পাশাপাশি গোটা প্রক্রিয়া বাতিল করে পৌর আইন মেনে আবার নতুন করে ভোট প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন বিচারপতি।

অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার চুক্তি কেলেঙ্কারিতে আয়করের হানা দিল্লি–পুনের ৩০টি জায়গায়