For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দু'বছর ধরে চলা তদন্ত শেষ করুন', অভিষেক-পত্নী এবং মেনকা মামলাতে বড় বার্তা হাইকোর্টের

'দু'বছর ধরে চলা তদন্ত শেষ করুন', অভিষেক-পত্নী এবং মেনকা মামলাতে বড় বার্তা হাইকোর্টের

  • |
Google Oneindia Bengali News

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারেলা ও শালিকা মেনকা গম্ভীর এর কাছ থেকে সোনা বাজেয়াপ্ত করা মামলাতে কলকাতা হাইকোর্টের তোপের মুখে শুল্ক দফতর। দু' বছর হয়ে গেলেও কেন এখনও পর্যন্ত তদন্ত শেষ হল না তা নিয়ে প্রশ্ন আদালতের। আজ শুক্রবার বিচারপতি টি এস সিভাগ্নামন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতেই কেন্দ্রীয় সরকারের শুল্ক দফতরের আইনজীবীর উদ্দেশে আদালতের বার্তা, দুবছর ধরে তদন্ত করছেন! এবার তদন্ত শেষ করুন।

ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় অভিবাসন দফতর

ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় অভিবাসন দফতর

বলে রাখা প্রয়োজন, গত দু'বছর আগে কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারেলা ও শালিকা, মেনকা গম্ভীর এর কাছ থেকে সোনা বাজেয়াপ্তের অভিযোগ ওঠে।

অভিবাসন দফতর এবং রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য- রাজনীতি। যদিও এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালে সিঙ্গেল বেঞ্চ সেই রিট আবেদন খারিজ করে দেয়। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় অভিবাসন দফতর।

সময় চান আইনজীবী

সময় চান আইনজীবী

আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতি টি এস সিভাগ্নামন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলার শুরুতেই অভিবাসন দফতরের পক্ষ থেকে সময়ের আবেদন জানানো হয়। কেন্দ্রীয় সরকারের এক আইনজীবী জানান, দিল্লি থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল আসতে পারেননি। অন্য একটি মামলাতে ব্যস্ত থাকার কারণে এই মামলাতে সময় চান কেন্দ্রের আইনজীবী। তখনই বিচারপতি মন্তব্য করেন, দুবছর ধরে তদন্ত করছেন! এবার তদন্ত শেষ করার কথা বলা হয়। আর এরপরেই এই মামলাতে সময় চেয়ে নেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ডিসেম্বর।

এক নজরে পুরো ঘটনা?

এক নজরে পুরো ঘটনা?

নতুন করে ফের সংবাদ শিরোনামে সোনা-কান্ড। ২০১৯ সালের ১৬ মার্চে এই ঘটনা ঘটে। জানা যায়, গভীর রাতে ব্যাঙ্কক থেকে ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারেলা ও শালিকা মেনকা গম্ভীর। শুল্ক দফতরের অভিযোগ ছিল, তাদের কাছে ২ কেজির সোনা পাওয়া যায়। যদিও পরে ভিভিআইপি পরিচয় দিয়ে বিধাননগর কমিশনারেট গ্রিন করিডোর করে ওই দু'জনকে বার করে আনেন বলে অভিযোগ। এমনকি এই ঘটনার দীর্ঘ দিন পর থানায় অভিযোগ করে শুল্ক দফতর। আর এরপরেই রুজিরা এবং মেনকাকে তলব করা হয় বলেও জানা যায়।

আচমকাই পদ খোলালেন তৃণমূল বিধায়ক, নিয়োগ দুর্নীতির মাঝে কেন এমন সিদ্ধান্ত রাজ্যেরআচমকাই পদ খোলালেন তৃণমূল বিধায়ক, নিয়োগ দুর্নীতির মাঝে কেন এমন সিদ্ধান্ত রাজ্যের

English summary
High court asks to close investigation in case against Abhishek's wife Menaka in gold recovery case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X