For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজাম প্যালেসে শিক্ষা সচিবকে জেরা, শিক্ষক নিয়োগ মামলায় রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

নিজাম প্যালেসে শিক্ষা সচিবকে জেরা, শিক্ষক নিয়োগ মামলায় রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

  • |
Google Oneindia Bengali News

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআইয়ের মুখোমুখি শিক্ষা দফতরের প্রধান সচিবের। কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক দুর্নীতি মামলাতে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই তদন্তে ইতিমধ্যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছে গোয়েন্দারা। এমনকি বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও জেরা করা হয়েছে। শুধু তাই নয়, এসএসসি দফতর সহ একাধিক জায়গাতে হানাও দিয়েছেন তদন্তকারীরা।

মুখোমুখি হলেন প্রধান সচিব

মুখোমুখি হলেন প্রধান সচিব

এবার সেই মামলাতে সিবিআইয়ের মুখোমুখি হলেন প্রধান সচিব মণিশ জৈন। প্রায় কয়েক ঘন্টা ধরে তাঁকে জেরা করা হচ্ছে বলে খবর। এই মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই। সেখানে মনিশ জৈনের নাম পান তদন্তকারীরা। শুধু তাই নয়, এসএসসি-র উপদেষ্টা কমিটি গঠনের ফাইল মণীশ জৈন পাঠিয়েছিলেন বলেও তদন্তকারীদের জানিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী। আর এরপরই মণিশ জৈনকে সিবিআই আধিকারিকরা ডেকে পাঠান বলে জানা যাচ্ছে।

জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

মূলত বেশ কয়েকটি প্রশ্নের উত্তর মণীশ জৈনের কাছ থেকে জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রথম দফায় কার নির্দেশে গঠিত হয়েছিল উপদেষ্টা কমিটি এই বিষয়ে জানতে চান। শুধু তাই নয়, কার নির্দেশে ফাইল মণীশ পাঠিয়েছিলেন সে বিষয়েও তদন্তকারীরা জানতে চান। এরপর তদন্তকারীরা নিজেদের মধ্যে বৈঠক করেন। এরপর ফের এক দফায় মনীশ জৈনকে জেরা করা হয় বলে জানা গিয়েছে। আরও বেশ কিছু নির্দিষ্ট তদন্তের ভিত্তিতে তা জেরা করা হয় বলে খবর। ইতিমধ্যে উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান এবং বাকিদের জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা।

সিবিআই-এর রিপোর্ট তলব করল

সিবিআই-এর রিপোর্ট তলব করল

অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই-এর রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।আগামী মঙ্গলবারের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। নির্দেশিকাতে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, প্রাথমিকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথি যুক্ত করে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আগামীকাল শুক্রবার পরবর্তী শুনানি বলে খবর।

এক নম্বর কোথা থেকে আসল?

এক নম্বর কোথা থেকে আসল?

এদিন মামলার শুনানিতে বিচারপতি সুব্রত তালুকদার বলেন, এখানে ব্যাপারটা নিউটনের আপেলের মত। গাছের নিচে বসেছিলেন, হঠাৎ একটা আপেল এসে পড়ল।এখানেও হঠাৎ করে কিছু চাকরিপ্রার্থী বাড়তি এক নম্বর করে পেয়ে গেলেন। এক্ষেত্রে এই এক নম্বর হচ্ছে নিউটনের আপেল। এই এক নম্বর কোথা থেকে আসল সেটাই এই মামলার বিচার্য বিষয় বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে'র।

হাইকোর্টের নির্দেশের পরেও মেলেনি ক্ষতিপূরণ, মুখ্যসচিবের বিরুদ্ধে মামলা মৃত বিজেপি নেতার পরিবারেরহাইকোর্টের নির্দেশের পরেও মেলেনি ক্ষতিপূরণ, মুখ্যসচিবের বিরুদ্ধে মামলা মৃত বিজেপি নেতার পরিবারের

English summary
High court asks for report from CBI in teacher recruitment case, CBI questions education secretary today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X