For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির হেভিওয়েট সাংসদ কি এবার দলবদলের পথে! একুশের আগে জল্পনা তুঙ্গে

বিজেপির হেভিওয়েট সাংসদ কি এবার দলবদলের পথে! একুশের আগে জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীর মতো ডাকসাইটে তৃণমূল নেতা বিজেপিতে পাড়ি জমানোয় কান পাতলেই শোনা যাচ্ছে দলবদলের 'কিস্সা'। তৃণমূলের ভাঙন প্রবণতার মধ্যে উলটপুরানও ঘটছে মাঝমধ্যে। এখন যেমন হঠাৎ করেই বিজেপির হেভিওয়েট সাংসদকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে বনগাঁ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কি দলে থাকবেন?

বিজেপি সাংসদদের ক্ষোভ প্রকাশ এনআরসি-সিএএ নিয়ে

বিজেপি সাংসদদের ক্ষোভ প্রকাশ এনআরসি-সিএএ নিয়ে

শান্তনু ঠাকুরকে নিয়ে বিজেপি নেতৃত্বও ঘোর উদ্বেগে। রাজ্যে এনআরসি-সিএএ চালু করা নিয়ে শান্তনু ঠাকুর প্রকাশ্যেই তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন। সেই ক্ষোভ প্রশমণ করতেও দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বকে। বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় নিজে শান্তনুর সঙ্গে দেখা করে তাঁকে শান্ত করার চেষ্টা করেন।

শান্তনু বেসুরো, ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও

শান্তনু বেসুরো, ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও

বিশেষ সূত্রের খবর, সুযোগের সদ্ব্যবহারে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেস পাল্টা ঝটকা দিতে চাইছে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলে ফেরার আহ্বান জানিয়ে রেখেছেন শান্তনু ঠাকুরকে।

শুভেন্দুকে দলে নিয়ে খুশির আমেজের মধ্যেই বিজেপির শঙ্কা

শুভেন্দুকে দলে নিয়ে খুশির আমেজের মধ্যেই বিজেপির শঙ্কা

শুভেন্দুকে দলে নিয়ে খুশির আমেজের মধ্যেই বিজেপির শঙ্কা শান্তনুকে না তাঁদের হারতে হয়। শান্তনু যদি তৃণমূলে ফেরার ডাকে সাড়া দিয়ে দেন, তাহলে একুশের ভোটে জবরদস্ত ধাক্কা খাবে গেরুয়া শিবির। পুরো মতুয়া ভোট বিজেপির হাতছাড়া হয়ে যাবে। শান্তনুকে দলে নিয়ে তৃণমূলের মতুয়া ভোটে যেভাবে থাবা বসিয়েছিল বিজেপি, সেই সুবিধা হারাবে তারা।

শান্তনু কেন বেঁকে বসেছেন একুশের আগে? প্রশ্ন বিজেপিতেই

শান্তনু কেন বেঁকে বসেছেন একুশের আগে? প্রশ্ন বিজেপিতেই

শান্তনু কেন বেঁকে বসেছেন একুশের আগে? তাঁর ক্ষোভ নাগরিকত্ব আইন চালু না হওয়া নিয়ে। তাঁর কথায়, আমি এই প্রতিশ্রুতি মতুয়াবাসীকে দিয়ে বনগাঁ লোকসভায় জয়যুক্ত হয়েছিলাম। এখন যদি তা দিতে না পারি, আমার মুখ থাকবে না। আমি কোন মুখে তাঁদেরকে বিধানসভা ভোটের কথা বলব? তাঁরা আমার কথা বিশ্বাসই বা করবে কেন?

মতুয়া সম্প্রদায়ের কাছে মুখ দেখাতে পারছেন না শান্তনু

মতুয়া সম্প্রদায়ের কাছে মুখ দেখাতে পারছেন না শান্তনু

লোকসভা ভোটের পর দেড় বছর কেটে গেলেও কেন্দ্রীয় সরকার কোনও উচ্চবাচ্য করেনি। মতুয়া সম্প্রদায়ের কাছে মুখ দেখাতে পারছেন না শান্তনু, এমনই এক শোচনীয় অবস্থা তৈরি হয়েছে। তা নিয়ে মুখ কোলার পরই কৈলাশ বিজয়বর্গীয় তাঁর বাড়িতে এসে আশ্বস্ত করে যান। জানুয়ারিতেই নতুন নাগরিকত্ব আইন চালু করা হবে বলে শান্তনুকে আশ্বাসও দেন বিজয়বর্গীয়।

নাগরিকত্ব আইন নিয়ে রাজ্য সফরে মুখে কুলুপ শাহের

নাগরিকত্ব আইন নিয়ে রাজ্য সফরে মুখে কুলুপ শাহের

অমিত শাহ সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন। এই সফরে তিনি নাগরিকত্ব আইন নিয়ে কিছু আশ্বাস দেবেন এমনটাই মনে করেছিলেন শান্তনু। কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি। অমিত শাহ জানান, কোভিডের টিকাকরণের পরই নাগরিকত্ব আইন নিয়ে ভাববে কেন্দ্রীয় সরকার। তাতেই গোঁসা হয়েছে সাংসদ শান্তনু ঠাকুরের।

ভোটের নীল নকশা তৈরি হচ্ছে, শনিবার বিজেপি অফিসে পা রাখবেন শুভেন্দুভোটের নীল নকশা তৈরি হচ্ছে, শনিবার বিজেপি অফিসে পা রাখবেন শুভেন্দু

English summary
Heavyweight MP Shantanu Thakur increases speculation to leave BJP before 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X