For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসের আগে হাওড়া স্টেশনে ব্যাপক তল্লাশি অভিযান

দেশজুড়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে সমস্ত বিমান, রেল স্টেশন, বাস টার্মিনাল সহ নানা জায়গায় জারি হয়েছে লাল সতর্কতা।

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে সমস্ত বিমান, রেল স্টেশন, বাস টার্মিনাল সহ নানা জায়গায় জারি হয়েছে লাল সতর্কতা। বহু লোকের সমাগম হয় এমন জায়গায় কড়া প্রহরার ব্যবস্থা করেছে প্রশাসন। এবারেও ব্যতিক্রম নয়। আজ রাত পোহালেই দেশের স্বাধীনতা দিবস। কিন্তু আগে থেকেই হাওড়া স্টেশন সংলগ্ন অঞ্চল ও স্টেশনের ভিতরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

স্বাধীনতা দিবসের আগে হাওড়া স্টেশনে ব্যাপক তল্লাশি অভিযান

বুধবার বিকেলে বিশেষ তল্লাশি অভিযান চালানো হল হাওড়া স্টেশন চত্বরে।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি নাশকতা রুখতে হাওড়া স্টেশনে রেল পুলিশের বিশেষ টিম স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে স্টেশনে যাত্রীদের ব্যাগ তল্লাশি চালায়।

এই তল্লাশি অভিযানের পুরোভাগে ছিলেন জিআরপি, আরপিএফ ও সিআইডি বম্ব স্কোয়াডের সদস্যরা। সম্মিলিতভাবে এই বিশেষ দলটি রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালায়। যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে স্টেশন চত্বর কার পার্কিং এলাকায় সিকিউরিটি চেকিং হয়।

রেলকর্তারা দাবি করেন, 'নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে মোড়া হয়েছে হাওড়া স্টেশনকে। আনাচে-কানাচে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বছরের বিশেষ দিনগুলিতে সিকিউরিটি চেকিং আরও জোরদার করা হয়।'

রেলপুলিশ সুত্রে খবর কাশ্মীরের অবস্থার প্রেক্ষিতে স্বাধীনতা দিবসের আগে বিশেষ নজরদারি হিসেবে হাওড়া স্টেশনে ট্রেনের কামরায় উঠে যাত্রীদের ব্যাগ তল্লাশি করেছে রেল পুলিশের বিশেষ টিম।

English summary
Heavy security checking in Howrah station ahead of Independence Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X