For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতভর বৃষ্টিতে ভাসল কলকাতা, ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

Google Oneindia Bengali News

রাতভর বৃষ্টিতে ভাসল কলকাতা, ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে
কলকাতা, ২৬ অক্টোবর : অন্ধ্রপ্রদেশে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলা। এখানেই শেষ হলে তাও ঠিক ছিল। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার পর্যন্ত এই পরিস্থিত বজায় থাকবে। রবিবার সন্ধ্যার পর থেকে উন্নতি শুরু হতে পারে আবহাওয়ার।

অন্ধ্রপ্রদেশে তৈরি হওয়া নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। অবস্থান উত্তর-পূর্ব অভিমুখেই। পাশাপাশি বাংলাদেশ লাগোয়া সুন্দরবনে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় প্রবল বৃষ্টি চলছে। দুই ঘুর্ণাবর্তের সাঁড়াশি চাপে আগামি ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির পরিমান ১০৯ মিলিমিটার। প্রবল বৃষ্টিতে জল জমতে শুরু করেছ মহানগরীর আনাচে কানাচে। বেহালার অবস্থা সবচেয়ে শোচনীয়। এক রাতের বৃষ্টিতেই প্রায় জলের তলায় চলে গিয়েছে বেহালা। উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, বাগমারি, বিধান সরণি, এমজি রোড ও সেন্ট্রাল এভিনিউও জলমগ্ন৷ সেন্ট্রাল অ্যাভিনিউ, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড, প্রণবানন্দ সরণি, এসপি মুখার্জি রোড, আলিপুর রোড, নিউ আলিপুর রোড, গড়ফা মেন রোড এবং কসবা বাইপাস কানেক্টরে জল জমে জনজীবন বিপর্যস্ত।

বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও৷ আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ অক্ষরেখার গেড়োয় আটকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং সংলগ্ন উত্তর ২৪ পরগনায়৷
এদিকে খবর পেয়ে শহরের জমা জল দ্রুত সরাতে শিলিগুড়ি থেকে ফোনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরমন্ত্রীকে ফোন করে মমতার নির্দেশ, শহরের জমা-জল দ্রুত সরাতে পদক্ষেপ নিন। শহরের সর্বশেষ পরিস্থিতি কী, তাও ফিরহাদ হাকিমের কাছ থেকে জেনে নেন মুখ্যমন্ত্রী৷ কলকাতার মেয়র শোভন চট্ট্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কন্ট্রোল রুমে যাওয়ার জন্য পুরমন্ত্রীকে নির্দেশ দেন তিনি৷ মুখ্যমন্ত্রীর ফোন পাওয়ার পরেই কন্ট্রোল রুমের উদ্দেশে রওনা দেন পুরমন্ত্রী৷ মেয়র জানিয়েছেন, সব পাম্পিং স্টেশন কাজ করছে৷ বৃষ্টির পরিমাণ না বাড়লে খুব দ্রুত জল নামবে বলে আশাবাদী মেয়র৷

টানা বৃষ্টির জেরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলে এদিন ট্রেন চলাচল ব্যাহত হয়৷ রেলসূত্রের খবর, টানা বৃষ্টিতে টিকিয়াপাড়া রেলইয়ার্ডে জল জমে যাওয়ার সম্ভাবনা দেখো দিয়েছে৷ বৃষ্টি না থামলে, লোকাল ট্রেন চলাচলেও তার প্রভাব পড়বে৷ অন্যদিকে, শিয়ালদা ডিভিশনে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে৷ তবে বালিগঞ্জ ও হাসনাবাদে সিগনাল ফেলিওরের জন্য কিছুটা সমস্যা তৈরি হয়েছে৷

English summary
Heavy rain forecast in Kolkata over next 24 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X