
Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
আপাতত ভারী বৃষ্টি থেকে রক্ষা পেয়েছে উত্তরবঙ্গ (North Bengal)। তবে দক্ষিণবঙ্গেও (South Bengal) আপাতত ভারী বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙঅগের ওপরে থাকা অক্ষরেখা কিছুটা দক্ষিণের দিকে গিয়েছে। আরও কিছুটা নামলে তবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এমনটাই জানিয়েছে হাওয়া (Weather) অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির প্রাবল্য কিছুটা কমেছে। এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে ২ জুলাই শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।আপাতত উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না, বলা হয়েছে পূর্বাভাসে।

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, উত্তরবঙ্গের ভারী বৃষ্টি না কমলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে না। সেই পূর্বাভাসই মিলতে যাচ্ছে। এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১ জুলাই শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও নাকোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুন মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২.২ ডিগ্রি এবং ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৬
বহরমপুর ৩৪.৬
বাঁকুড়া ৩৬.১
বর্ধমান ৩৬
কোচবিহার ৩৩.৫
দার্জিলিং ২১
দিঘা ৩৪.৩
কলকাতা ৩২.২
দমদম ৩৩.১
কৃষ্ণনগর ৩৩
মালদহ ৩৫.১
মেদিনীপুর ৩৬
শিলিগুড়ি ৩৩.৭
শ্রীনিকেতন ৩৫.৮

মৌসুমী বায়ুর অবস্থান
পশ্চিমবঙ্গের সর্বত্র মৌসুমী বায়ু পৌঁছে গেলেও তা এই মুহূর্তে দুর্বল থাকায় জুন মাসে দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হয়নি। তবে মৌসুমী বায়ু দেশের প্রায় সব অংশে পৌঁছে গিয়েছে। এদিন আবহাওয়া দফতর জানিয়েছে,সমগ্র উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, রাজস্থানের কিছুটা অংশ, সমগ্র দিল্লি, পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশ এবং চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি অংশেও তা পৌছে যাবে।
ব্যাঙ্কে ৬ হাজারের বেশি পদে নিয়োগ! আবেদনের প্রক্রিয়া শুরু শুক্রবার থেকে