For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ কখন বৃষ্টি, কোথায় কোথায় মিলবে স্বস্তি, কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস?

আকাশ কালো মেঘ করে এলেও দু-একটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হল ঠিকই, কিন্তু প্যাঁচপ্যাঁচে গরম থেকে মুক্তি মিলল না সে অর্থে। যা মিলল, তা একেবারেই সাময়িক স্বস্তি।

Google Oneindia Bengali News

আকাশ কালো করে মেঘ হয়ে দু-একটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরও প্যাঁচপ্যাঁচে গরম থেকে মুক্তি মিলল না সে অর্থে। যা হল, তা একেবারেই সাময়িক। কলকাতা ও শহরতলির জেলাগুলিতে বিদ্যুৎ চমকালো, বৃষ্টি আসার পরিস্থিতি সৃষ্টি হল। কিন্তু শেষমেশ বৃষ্টির দেখা মিলল না। বুধবার সকাল থেকে ফের সেই রোদের দাপট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। সেইসঙ্গে আবহাওয়ার পূর্বাভাস সন্ধ্যার দিকে বৃষ্টি নামতে পারে।

গত কয়েকদিন ধরেই হাঁসফাঁস গরম নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। প্রতিদিন উত্তরবঙ্গ ভাসলেও, দক্ষিণবঙ্গের জ্বালা জুড়াতে পারছে না বৃষ্টি। প্রতিদিনই রোদ আর তীব্র দাবদাহে ফুটছে দক্ষিণবঙ্গের জেলাগুলি।

আজ কখন বৃষ্টি, কোথায় কোথায় মিলবে স্বস্তি, কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস?

এরই মধ্যে মঙ্গলবার দুপুর গড়িয়ে বিকেল নামতেই কালবৈশাখীর বৃষ্টি ভাসায় শহরতলির কয়েকটি জেলাকে। আপাত শান্তির বাতাবরণ তৈরি হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস ভরসা জোগায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। সন্ধ্যা নামলেই বৃষ্টি নামতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

কিন্তু কোথায় বৃষ্টি, শুধু অল্পবিস্তর বিদ্যুতের চোখ রাঙানি। মেঘের গুরু গুরু আওয়াজ। তারপর সব গর্জন থেমে গেল। দেখা মিলল না বহু আকাঙ্খিত বৃষ্টির। সেই অধীর প্রতীক্ষা একটু দহনজ্বালা জুড়নোর।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সুখবর রয়েছে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। বিহার থেকে উত্তরপ্রদেশ ঘূর্ণাবর্ত বিরাজ করছে। ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তারই প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

English summary
Heatwave continues, rain likely to come wednesday evening at Kolkata and suburban areas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X