For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তীব্র তাপপ্রবাহে মৃত্যু ১০০ জনের! বিহারে গরম-এনসেফালাইটিসের জোড়া ফলায় বলি ২০০র বেশি প্রাণ

Google Oneindia Bengali News

একদিকে তীব্র তাপপ্রবাহ, রোদের দংশন আর অন্যদিকে এনসেফালাইটিসের মতো মারণ রোগের প্রকোপ, সবমিলিয়ে বিহার জুড়ে এই মুহূর্তে হাহাকার। এনসেফালাইটিসে মৃতের সংখ্যা ১০০ ছাড়ানোর পাশাপাশি, এবার তাবপ্রবাহেও বাংলার প্রতিবেশী রাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০ জন। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই সংকটজনক হয়ে উঠছে বিহারে।

বিহারের বিপর্যয় মোকাবিলা বিভাগ কী বলছে?

বিহারের বিপর্যয় মোকাবিলা বিভাগ কী বলছে?

বিহারের পরিস্থিতি মোকাবিলা দফতর বলছে, তীব্র প্রবাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১ জনে। বেশিরভাগ মৃত্যু সংবাদ উঠে আসছে বিহারের অউরঙ্গাবাদ, নওদা, গয়া থেকে। কিছুতেই পরিস্থিতি বাগে আনতে পারছে না প্রশাসন।

 কোন জেলা থেকে কতজন মৃত?

কোন জেলা থেকে কতজন মৃত?

তাপপ্রবাহে এই মুহূর্তে বিহার জুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১০০ তে। এর মধ্যে নওদায় ১৪ জন, গয়াতে ৩৯ জন, ৫৮ জনের মৃত্যু হয়েছে অউরঙ্গাবাদে। তাপমাত্রা এই মুহূর্তে ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে বিহারে। যদিও রাজ্যে হালকা বৃষ্টিপাত হয়েছে, তবুও স্বস্তি পায়নি রাজ্যের মানুষ।

এনসেফালাইটিসে মৃত্যু

এনসেফালাইটিসে মৃত্যু

একদিকে যখন তীব্র দাবদাহ, অন্যদিকে তখন এনসেফালাইটেস অন্ততপক্ষে বিহারে মৃত্যু ছুঁয়েছে ১২৮ জনকে। প্রতিটি হাসপাতালে কার্যত রোজই উঠে আসছে মৃত্যুর খবর। মৃতদের মধ্যে সিংহভাগই শিশু।

English summary
Heat wave kills over 100 in Bihar, Aurangabad, Gaya worst affected districts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X