For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় ইয়াসের 'ধাক্কা' হাইকোর্টেও, নারদ কাণ্ডে ৪ হেভিওয়েট নেতার গৃহবন্দী থাকার মেয়াদ বাড়ল

ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas) আঘাত হানার আগেই তার ধাক্কা কলকাতা হাইকোর্টে (calcutta high court)। পিছিয়ে গেল নারদ মামলায় (narada sting operation) ৪ হেভিওয়েটের জামিনের শুনানি। কবে এই মামলার শুনানি হবে, তা জানিয়ে দেওয়া

Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas) আঘাত হানার আগেই তার ধাক্কা কলকাতা হাইকোর্টে (calcutta high court)। পিছিয়ে গেল নারদ মামলায় (narada sting operation) ৪ হেভিওয়েটের জামিনের শুনানি। কবে এই মামলার শুনানি হবে, তা জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

শুনানির দিন ধার্য হয়েছিল বুধবার

শুনানির দিন ধার্য হয়েছিল বুধবার

সোমবার হাইকোর্টে চার হেভিওয়েটকে নিয়ে নারদ মামলার শুনানি হয়। কলকাতা হাইকোর্টে ৫ সদস্যের বেঞ্চে মামলার শুনানি হতেই সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে সিবিআই-এর আবেদনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, কলকাতা হাইকোর্টে মামলা স্খগিত রাখা হোক। যদিও সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টে।

ক্ষয়ক্ষতি এড়াতে কাজ বন্ধ

ক্ষয়ক্ষতি এড়াতে কাজ বন্ধ

ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। মুখ্যমন্ত্রী বলেছেন, আম্ফানের থেকেও মারাত্মক হতে পারে ইয়াস। রাজ্য সরকারের তরফে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ২৬ ও ২৭ মে সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ওইদুনি কোনও শুনানির কাজও হবে না। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে যান চলাচলে সমস্যা হতে পারে। তাই ২৬ ও ২৭ মে কোনও মামলার শুনানি সম্ভব নয়। ২৭ মে বিজ্ঞপ্তি জারি করে পরবর্তী পদক্ষেপের কথা জানিয়ে দেওয়া হবে বলে হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে।

ফের সিবিআই-এর আবেদন সুপ্রিম কোর্টে

ফের সিবিআই-এর আবেদন সুপ্রিম কোর্টে

অন্যদিকে সোমবার ভুলের কারণে সুপ্রিম কোর্টে মামলার শুনানির আবেদন খারিজ হয়ে যায়। সোমবার ফের সিবিআই-এর তরফে আবেদন করা হয় সুপ্রিম কোর্টের কাছে। সেই আবেদনের ভিত্তিতেই আবেদন গৃহীত হয়েছে এবং মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়েছে।

বাড়ল গৃহবন্দী থাকার মেয়াদ

বাড়ল গৃহবন্দী থাকার মেয়াদ

হাইকোর্টের এই ঘোষণার জেরে নারদা কাণ্ডে ৪ হেভিওয়েটের গৃহবন্দী থাকার মেয়াদ বেড়ে গেল। অন্যদিকে সিবিআই সুপ্রিম কোর্টে যাওয়াতেও পরিস্থিতির পরিবর্তন হয়েছে। যদি সর্বোচ্চ আদালত মামলা হাইকোর্টে ফেরত পাঠায়, তাহলে শুনানির দিন আরও পিছিয়ে যাবে বলেই ধারনা করছেন অনেকে।

ঘন্টায় ৯ কিমি করে এগোচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, পূর্ব মেদিনীপুরের জন্য জারি লাল সতর্কতাঘন্টায় ৯ কিমি করে এগোচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, পূর্ব মেদিনীপুরের জন্য জারি লাল সতর্কতা

English summary
Hearing in Narada case in high court will not be happen on 26 may due to cyclone yaas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X