For Quick Alerts
For Daily Alerts
বিজেপি করলে মাথা কেটে নেওয়া হবে! হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য নিউটাউনে
বিজেপি করলে মাথা কেটে নেওয়া হবে। এমন পোস্টারে চাঞ্চল্য ছড়াল নিউটাউনের আনন্দকেশরী এলাকায়। এদিন সকালে এই ধরনের পোস্টার নজরে আসে। স্থানীয়দের দাবি, মঙ্গলবারও এলাকায় এই ধরনের পোস্টার ছিল না। তাঁদের আরও অভিযোগ রাতে এই পোস্টারগুলি লাগানো হয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় নিউটাউন থানার পুলিশ। এই পোস্টার লাগানোর পিছনে কারা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ১৮ টি আসন জিতেছে। ফল ঘোষণার দিন থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে। কেতুগ্রাম কিংবা নিমতা, একাধিক খুনের ঘটনা ঘটেছে। যাতে একপক্ষ অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তারই মধ্যে এই ধরনের পোস্টার সাধারণের মধ্যে যে ভীতির সঞ্চার করবে তা আর বলার অপেক্ষা রাথে না।