For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় জয় নন্দীগ্রাম, ভারতমাতা জিন্দাবাদ! কোন পথে হাঁটবেন, তা নিয়ে কোন বার্তা শুভেন্দুর

জয় জয় নন্দীগ্রাম, ভারতমাতা জিন্দাবাদ! রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক কথা, কোন বার্তা শুভেন্দুর

  • |
Google Oneindia Bengali News

নন্দীগ্রামে বিজয়া সম্মিলনীতে গিয়ে শুভেন্দু অধিকারী(subhendu adhikari) যে মন্তব্য করেছিলেন, তাতে অনেকেই ধরে নিয়েছিলেন, মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে গোকুলনগরের সভা থেকে তিনি কোনও রাজনৈতিক বার্তা দেবেন। কিন্তু তা তিনি করেননি। তবে তিনি বলেছেন রাজনৈতিক মঞ্চে দেখা হবে।

নন্দীগ্রামের বিজয়া সম্মিলনী থেকে বার্তা

নন্দীগ্রামের বিজয়া সম্মিলনী থেকে বার্তা

কোলাঘাটের বিজয়া সম্মিলনীতে শুভেন্দু অধিকারী বলেছিলেন, মানুষের কাজ করতে গেলে ছাড়পত্র লাগে না, কোনও পদও লাগে না। এরপর ৩১ অক্টোবর নন্দীগ্রামে বিজয়া সম্মিলনীতে তিনি বলেছিলেন, যোগ প্যারাসুটে নামেননি, লিফটে ওঠেননি। উঠেছেন সিঁড়ি ভেঙে। তার সম্পর্কে নাম না করে ফিরহাদ হাকিমের কথা মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু বলেছিলেন, ছোটলোকদের বাজে করা বলানো হচ্ছে। তিনি এর কোনও উত্তর দেবেন না। তাঁর প্রশ্ন ছিল, কুকুর মানুষের পায়ে কামড়ায়, কিন্তু মানুষ কি কখনও কুকুরের পায়ে কামড়ায়।

চেনা বামুনের পৈতে লাগে না

চেনা বামুনের পৈতে লাগে না

এদিন তিনি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী, তাঁর সঙ্গে নন্দীগ্রামের আত্মিক যোগের কথা বলেন। সঙ্গে বলেন চেনা বামুনের পৈতে লাগে না।

রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক কথা

রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক কথা

এদিন তিনি আরও বলেন, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মঞ্চ হল একটি অরাজনৈতিক মঞ্চ। এই মঞ্চ থেকে তিনি কোনও রাজনৈতিক কথা বলবেন না। রাজনৈতিক মঞ্চ থেকে তিনি রাজনৈতিক কথা বলবেন। তিনি কোন রাস্তা দিয়ে হাঁটলে স্বাচ্ছন্দ বোধ করবেন, তা পরে বলবেন বলেও জানিয়ে দেন। তবে রাজনৈতিক মঞ্চে দেখা হবে বলে বার্তায় তিনি দিয়েছেন।

শুভেন্দু অধিকারী কাউকে ভয় পায় না

শুভেন্দু অধিকারী কাউকে ভয় পায় না

নন্দীগ্রামেরর আন্দোলন পরিচালনা করেছিলেন তিনি। পরে দলের তরফে মুর্শিদাবাদ সহ একাধিক জেলার দায়িত্ব। তৃণমূল তাঁকে ব্যবহার করেছিল অধীর চৌধুরীর বিরুদ্ধে। ফলে বিস্তর লড়াইয়ের ইতিহাস রয়েছে তাঁর ঝুলিতে। এদিন এসবের কথা উল্লেখ না করলেও, শুভেন্দু অধিকারী বলেন, তিনি কাউকে ভয় পান না। এদিন শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায়নি, তৃণমূল কিংবা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

ভোটের আগে এলে পরেও আসতে হবে

ভোটের আগে এলে পরেও আসতে হবে

এদিন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভা থেকে শুভেন্দু বলেন, ১৩ বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়ায় তাঁর ভাল লাগছে। সঙ্গে তিনি বলেন, ভোটের আগে এলে পরেও আসতে হবে। আট জানুয়ারি সবাই নন্দীগ্রামে আসবেন কিনা জানতে চান তিনি। সমবেত কণ্ঠ বলে ওঠে সবাই আসবেন। নিজের বক্তব্যের শেষে তিনি নন্দীগ্রামের নামে জয়ধ্বনী দেন। বলেন নন্দীগ্রাম জিন্দাবাদ। ভারতমাতা জিন্দাবাদ।

 জল্পনা জিইয়ে রাখলেন এদিনও

জল্পনা জিইয়ে রাখলেন এদিনও

এদিনও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিইয়ে রাখেন শুভেন্দু অধিকারী। তবে এসম্পর্কে তিনি নন্দীগ্রামের বিজয়া সম্মিলনীতে বলেছিলেন, সাধারণ মানুষ কিংবা অনুগামীরা যেন তাঁর মুখ থেকেই যেন তাঁর সম্পর্কে কথা শোনেন। অন্য কারও মুখ থেকে কোনও কথা না শোনার জন্য বলেছিলেন।

১৩ বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়েছে, ভাল লাগছে! চেনা বামুনের পৈতে লাগে না, কটাক্ষ শুভেন্দুর ১৩ বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়েছে, ভাল লাগছে! চেনা বামুনের পৈতে লাগে না, কটাক্ষ শুভেন্দুর

English summary
He will speak on politics from political platform, says Subhendu Adhikari form Nandigram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X