For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যাওয়ার প্রস্তাব তাঁর কাছেও! দলের একাংশের বিরুদ্ধে তোপ তৃণমূলের প্রভাবশালী বিধায়কের

মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) যদি বিজেপিতে (bjp) যান, তবেই তিনি বিজেপিতে যাবেন। এদিন কোচবিহারে দলীয় সভায় এমনটাই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ( udayan guha)। সঙ্গে তিনি দাবি করেন তৃণমূলের (trinamool congress) লোকেরাই দলে

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) যদি বিজেপিতে (bjp) যান, তবেই তিনি বিজেপিতে যাবেন। এদিন কোচবিহারে দলীয় সভায় এমনটাই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ( udayan guha)। সঙ্গে তিনি দাবি করেন তৃণমূলের (trinamool congress) লোকেরাই দলের ক্ষতি করছে।

এবার দাউদের সঙ্গেও আন্ডারস্ট্যান্ডিং! মমতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নিশানা অধীরেরএবার দাউদের সঙ্গেও আন্ডারস্ট্যান্ডিং! মমতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নিশানা অধীরের

তাঁর কাছেও বিজেপিতে যাওয়ার অফার

তাঁর কাছেও বিজেপিতে যাওয়ার অফার

এদিন দলীয় সভায় উয়দন গুহ দাবি করেন, তাঁর কাছেও বিজেপিতে যোগ দেওয়ার অফার রয়েছে। তিনি বলেন, তৃণমূলের আদর্শ দেখে তিনি তৃণমূল করতে যাননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি তৃণমূল করতে গিয়েছেন। এদিন তিনি দলের একাংশকে আক্রমণ করেন। উদয়ন গুহ বলেন, দলের লোকেরাই তৃণমূলের ক্ষতি করছে। তিনি দিন কয়েক কলকাতায় ছিলেন। যার জেরে প্রশ্ন উঠতে শুরু করে তিনিও বিজেপিতে যোগ দিচ্ছেন। এই রটনার পিছনে তৃণমূলের একাংশ জড়িয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

কোচবিহারে তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না

কোচবিহারে তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না

এদিন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপিতে যান, তাহলেই তিনি বিজেপিতে যাবেন। পাশাপাশি তিনি বলেন. দল ছেড়ে যেই যাক না কেন, কোচবিহারে কেউই তৃণমূলের ক্ষতি করতে পারবে না। কটাক্ষ করে তিনি বলেন, খাওয়ার সময় ডান হাতে আর ভোট দেওয়ার সময় বাঁ হাতে। কারও বাঁহাতে ভোট তাঁর লাগবে না বলেও জানিয়েছেন উদয়ন গুহ। তিনি বলেন, দল প্রার্থী করলেন ডান হাতের ভোটেই জেতার চেষ্টা করবেন। তিনি বলেন, সভায় কারা আসেননি তাঁদের দিকে লক্ষ্য করা হোক। তিনি বলেন, দিনহাটায় ১৫ জনের কমিটির মধ্যে ১০ জন এদিনের সভায় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিক এবং সম্প্রতি কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী বিজেপিতে যোগ দিয়েছেন।

উদয়ন গুহর হুঁশিয়ারি

উদয়ন গুহর হুঁশিয়ারি

এদিনের সভা থেকে হুঁশিয়ারি দেন দিনহাটার তৃণমূল বিধায়ক। তিনি বলেন, তলে তলে গর্ত খোঁড়ার চেষ্টা করলেন উদয়ন গুহ-র আগে তাদের পিঠের চামড়া যাবে। তিনি বলেন, ১০ দিন কলকাতায় থাকায় দলের একাংশ তাঁর বিরুদ্ধে প্রচার করেছে তিনি বিজেপিতে যেতে পারেন। পাশাপাশি প্রচার করা হয়েছে, নির্বাচনে তাঁকে কোচবিহার দক্ষিণে প্রার্থী করা হতে পারে। তাই তিনি যাতে দিনহাটাই পান, তার জন্য টাকাপয়সা দিতে কলকাতায় গিয়েছেন।

আগেও দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন উদয়ন

আগেও দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন উদয়ন

শুধু রবিবারই নয়, এর আগেও তিনি দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন উদয়ন গুহ। দলের একাংশ তাঁকে হারানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছিলেন তিনি। পাশাপাশি চাকরি দেওয়ার নাম করে দলের একাংশ কোটি কোটি টাকা তুলেছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। তাঁকে বলতে শোনা গিয়েছিল, লাল চুল আর কানে দুল নিয়ে চাকরির নাম করে টাকা তোলা আর জমির দালালি করা যুবাদের তৃণমূলে দরকার নেই।

English summary
He has got offer to join BJP, says Dinhata Trinamool Congress MLA Udayan Guha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X