For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার কৌশলে মাত, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে মুকুলকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কৌশলেই তৃণমূলে ফের জোয়ার লেগেছে বাঁকুড়ায়। লোকসভা ভোটে হারতে হয়েছে দুটি আসনেই।

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কৌশলেই তৃণমূল কংগ্রেসে ফের জোয়ার লেগেছে বাঁকুড়ায়। লোকসভা ভোটে হারতে হয়েছে দুটি আসনেই। তাই ঘুরে দাঁড়িয়ে এবার মুকুল রায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল বাঁকুড়ার তৃণমূল নেতৃত্ব। তৃণমূলে যোগ দিয়ে সদ্য প্রাক্তন বিজেপি নেতাও নাম না করে ক্ষোভ উগরে দিলেন মুকুল রায়ের বিরুদ্ধে।

মুকুলকে নিশানা সদ্য প্রাক্তন বিজেপি নেতার

মুকুলকে নিশানা সদ্য প্রাক্তন বিজেপি নেতার

তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সহসভাপতি পিনাকি দাস বলেন, দল পরিবর্তনের নায়ক বিজেপিতে যোগ দিয়ে বলেন, পাপের প্রায়শ্চিত্য করতেই তিনি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। কিন্তু আমি কোনও পাপ করিনি। তাই বিজেপি ছেড়ে যোগ দিচ্ছি তৃণমূলে।

পঞ্চায়েত দখল করে বিজেপি নেতাদের ‘চুরি’তে মন

পঞ্চায়েত দখল করে বিজেপি নেতাদের ‘চুরি’তে মন

পিনাকি দাস বলেন, লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ করে দিয়েছিলেন। তাঁর অভিযোগ, রতনপুর গ্রাম পঞ্চাযেত দখল করার পর নেতারা শুধু ‘চুরি'তে মন দিয়েছেন। বিজেপি নেতৃত্বকে বলেও কোনও কাজ হয়নি। তাই যোগাযোগ বন্ধ করে দেন তিনি।

বিজেপির আইটি সেল শুধু মিথ্যাচার করে চলেছে

বিজেপির আইটি সেল শুধু মিথ্যাচার করে চলেছে

তিনি দাবি করেন, রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দারুন কাজ করছেন। আর বিজেপির আইটি সেল শুধু মিথ্যাচার করে চলেছে। তিনি যুব সম্প্রদায়কে পরামর্শ দেন মোবাইল বন্ধু করে রাখুন সাতদিন। ওই সাতদিন বাংলার এলাকা ঘুরে দেখুন। দেখুন বাংলায় কী উন্নয়ন কর্মযজ্ঞ চলেছে।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই হুঙ্কার

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই হুঙ্কার

রবিবার বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সহসভাপতি পিনাকি দাসের নেতৃত্বে রতনপুর থেকে ১১ জন এবং ওন্দায় বিশ্বজিৎ মাহাতো-সহ ৮ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অরূপ খাঁ। পিনাকি দাস বলেন, ফের ওন্দা থেকে বিধানসভায় জয়যুক্ত হবেন অরূপ খাঁ।

বিজেপি শিবিরে মহাধাক্কা, মমতার এক কৌশলেই তৃণমূলে 'ঘরওয়াপসি’র ধুম বাঁকুড়ায়বিজেপি শিবিরে মহাধাক্কা, মমতার এক কৌশলেই তৃণমূলে 'ঘরওয়াপসি’র ধুম বাঁকুড়ায়

English summary
Having join in TMC a BJP leader attack Mukul Roy in Bankura. For Mamata Banerjee’s strategy TMC increases in Bankura and gives challenge to Mukul Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X