For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, বৃহত্তর স্বার্থে মানবিক হওয়ার বার্তা এনআরএস-কাণ্ডে

এনআরএসে জুনিয়র ডাক্তার প্রহৃত হওয়ার ঘটনার পর থেকেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থা জারি হয়েছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে শুরু হয়েছে গণইস্তফা।

Google Oneindia Bengali News

এনআরএসে জুনিয়র ডাক্তার প্রহৃত হওয়ার ঘটনার পর থেকেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থা জারি হয়েছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে শুরু হয়েছে গণইস্তফা। একাধিক মেডিকাল কলেজ থেকে চিকিৎসকরা ইস্তফা দিচ্ছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

মমতাকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর, মানবিক বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাঁর বার্তা, গোটা দেশেই বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় ভয়াবহ পরিস্থিতির প্রভাব পড়েছে। চিকিৎসকদের নিগ্রহের প্রতিবাদে হাসপাতালে ব্যহত হচ্ছে কাজকর্ম। এমতাবস্থায় গোটা বিষয়টিকে মানবিক দিক থেকে বিচার করা জরুরি। ইগোর লড়াই দূরে সরিয়ে বৃহত্তর স্বার্থে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটান।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও লেখেন, আপনি নিশ্চয়ই একমত হবেন যে, সারা পৃথিবীতে আমাদের দেশের চিকিৎসকদের একটা আলাদা সুনাম আছে। বিশ্বের কাছে যাতে আমাদের মাথা হেঁট না হয়, তা দেখাও দরকার। আমাদের কর্তব্য চিকিৎসকদের নিরাপত্তা ও চিকিৎসা পরিবেশ ফিরিয়ে দেওয়া। পাশাপাশি যাঁরা চিকিৎসক পেটাল, তাদেরও কঠোর শাস্তি ব্যবস্থা করা জরুরি।

কলকাতার এনআরএসে জুনিয়র চিকিৎসক নিগ্রহ-কাণ্ডে দুদিন ধরে রাজ্য উত্তাল। বিভিন্ন হাসপাতালে পরিষেবা অমিল। এই অবস্থায় মুখ্যমন্ত্রী অবশেষে হস্তক্ষেপ করেছেন। তিনি সিনিয়র চিকিৎসদের নিয়ে নবান্নে বৈঠকে বসেছেন। এই বৈঠক থেকে কী সমাধান সূত্র বের হয়, সেদিকেই তাকিয়ে সমস্ত মহল।

English summary
Central Health Minister Harsa Bardhan writes a letter to Mamata Banerjee on NRS issue. He gives message to be humanitarian on doctor’s emotion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X