For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোন কানে ভোট দিচ্ছেন পার্টির সুপ্রিমো, চটজলদি ব্যবস্থা নিল নির্বাচন কমিশন

কানে ফোন, ভোট দিচ্ছেন জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রী। তাঁর এই ভোটদান নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

Google Oneindia Bengali News

কানে ফোন, ভোট দিচ্ছেন জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রী। তাঁর এই ভোটদান নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিম্পংয়ের গভর্নমেন্ট জুনিয়র বেসিক স্কুল ১১০ নম্বর বুথে তাঁর কানে ফোন নিয়ে ভোট দিতে দেখে চক্ষু চড়কগাছ নির্বাচন কমিশনের। কীভাবে তিনি কানে ফোন নিয়ে বুথের ভিতরে ঢুকলেন? তা নিয়ে বিতর্ক শুরু হতেই নড়েচড়ে বসে কমিশন।

ফোন কানে ভোট দিচ্ছেন পার্টির সুপ্রিমো, চটজলদি ব্যবস্থা নিল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করে। শুধু রিপোর্ট তলব করেই অবশ্য ক্ষান্ত থাকেনি কমিশন। বুথের প্রিসাইডিং অফিসারকে চটজলদি সরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, বুথের ভিতরে কেউ ফোন ব্যবহার করতে পারে না। তবুও হরকাবাহাদুর ছেত্রী ফোনে কথা বলতে বলতে বুথে ঢোকেন।

[আরও পড়ুন:বিজেপির প্রতীকে কালো টেপ! ভোটগ্রহণ বন্ধ বেশ কিছুক্ষণ][আরও পড়ুন:বিজেপির প্রতীকে কালো টেপ! ভোটগ্রহণ বন্ধ বেশ কিছুক্ষণ]

বুথের ভিতরে ফোন নিয়ে ঢুকে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন। তাই এই ঘটনায় দায় এড়াতে পারেন না প্রিসাইডিং অফিসার। হরকাবাহাদুর ছেত্রীও স্বীকার করে নিয়েছেন এই ভুল। তিনি বলেন, ভুল করে বুথের ভিতরে ফোন নিয়ে ঢুকে পড়েছিলেন তিনি। দলের এক কর্মী তাকে সে সময় ফোন করেছিল বলেও স্বীকার করেছেন হরকা বাহাদুর ছেত্রী।

[আরও পড়ুন: দ্বিতীয় দফায় ভোটের লাইনে রজনীকান্ত থেকে কমল হাসান, দেখুন ছবি ][আরও পড়ুন: দ্বিতীয় দফায় ভোটের লাইনে রজনীকান্ত থেকে কমল হাসান, দেখুন ছবি ]

[আরও পডুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]

English summary
Harka Bahadur Chetri gives vote to speak over phone in booth. Election Commission takes suitable step on the moment,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X