For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাণহানি এড়ানো গেল না এবারও, এক ভোটারের পর তৃতীয় দফায় মৃত্যু ভোটকর্মীরও

বাংলায় তৃতীয় দফা ভোটের দিনই ভোটকর্মীর রহস্যমৃত্যু হল। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ভোটকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

Google Oneindia Bengali News

বাংলায় তৃতীয় দফা ভোটের দিনই ভোটকর্মীর রহস্যমৃত্যু হল। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ভোটকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পুলিশ জানিয়েছে, মৃত ভোটকর্মীর নাম বাবুলাল মুর্মু। বুনিয়াদপুরের বাসিন্দা বাবুলাল ছিলেন কুশমণ্ডির শিক্ষক। তিনি রিজার্ভ ভোটকর্মী ছিলেন।

প্রাণহানি এড়ানো গেল না এবারও, এক ভোটারের পর তৃতীয় দফায় মৃত্যু ভোটকর্মীরও

মঙ্গলবার বাবুলালের ঝুলন্ত দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নির্বাচন কমিশনও এই খবর প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে। কী কারণে ওই ভোটকর্মীর মৃত্যু হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ রয়েছে, নাকি পারিবারিক কোনও কারণে তাঁর মৃত্যু, সেই রহস্যভেদ করতে চাইছে প্রশাসন।

[আরও পড়ুন:কেরলে ভোটের লাইনে অসুস্থ হয়ে ৬ জনের মৃত্যু][আরও পড়ুন:কেরলে ভোটের লাইনে অসুস্থ হয়ে ৬ জনের মৃত্যু]

এদিনই মুর্শিদাবাদের ভগবানগোলায় এক সাধারণ ভোটারের মৃত্যু হয়। কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ খোয়াতে হয় পিয়ারুল আবুল কালাম নামে ওই ব্যক্তির। ছেলের চোখের সামনেই এই মৃত্যু ঘটে। তিনিই জানান বাবা ভোটা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, তখনই ঘটে মর্মান্তিক ঘটনা।

[আরও পড়ুন: মুর্শিদাবাদে ব্যাপক বোমাবাজির ভয়ঙ্কর দৃশ্য ভিডিওবন্দি! তৃতীয় দফায় দেশে প্রথম ভোটের বলি এরাজ্যে][আরও পড়ুন: মুর্শিদাবাদে ব্যাপক বোমাবাজির ভয়ঙ্কর দৃশ্য ভিডিওবন্দি! তৃতীয় দফায় দেশে প্রথম ভোটের বলি এরাজ্যে]

রাজ্যে প্রথম দু-দফায় রক্ত ঝরেনি, বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছিল। কিন্তু এবার তৃতীয় দফায় আর রক্ত ঝরা বন্ধ করতে পারল না পুলিশ-প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী। ভোটকেন্দ্র থেকে খানিক দূরে দুই দলের সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ গেল এক ভোটারের। আর এক ভোটকর্মীরও রহস্যমৃত্যু ঘটল একই দিনে।

[আরও পড়ুন: তৃতীয় দফার ভোটে হিংসা! মুর্শিদাবাদে মৃত ১, আশঙ্কাজনক ২][আরও পড়ুন: তৃতীয় দফার ভোটে হিংসা! মুর্শিদাবাদে মৃত ১, আশঙ্কাজনক ২]

English summary
Hanging body of Vote personnel recovered in Buniadpur. Election Commission calls report after this mysterious death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X