মাঝরাতে ভূতের আতঙ্ক রায়গঞ্জে, শেষে ভুল ভাঙাল ভূতেরাই
রাস্তার দুইদিকে আলো ঝলমল করছে রাত তখন প্রায় একটা আচমকাই ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শহরে। ভূতেরা নাকি দাপাদাপি করছে। এই প্রথম ভুতের ভয় আতঙ্ক শহরবাসীর। কিছু সময়ের পর ভুল ভাঙল শহরবাসীর। ভূতরূপী মানুষেরাই তাদের পরিচয় দিয়ে জানাল আজ হ্যালোইন ডে।

তাই রায়গঞ্জ শহরের নেতাজী সুভাষ রোড, মহাত্মা গান্ধী রোডে, বুধবার গভীর রাতে ভূতের দল টহলদারি দেয়। মাঝরাতে ভূতের টহলদারিতে প্রাথমিকভাবে কিছুটা অস্বস্তিতে পড়লেও ক্ষণিকের মধ্যেই ভুল ভাঙে মানুষের।
৩১ অক্টোবর পালিত হয় হ্যালোইন ডে হিসেবে। আর সেই হ্যালোইন ডে পালন করতে পিছিয়ে থাকেনি রায়গঞ্জবাসী। তাই হ্যালোইন ডে-র রাতে ভূত সেজে শহরের পথে বেরিয়ে পড়েন কয়েকজন ভূত সেজে। ভূতেরা প্রথমে ভয় দেখাল ঠিকই কিন্তু ভয় দেখানোর পরেই তারা সবাইকে একটি করে চকোলেট দিয়েছে।
রাত একটা নাগাদ বন্ধুর বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে স্ত্রী পুত্র নিয়ে নিজেদের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন মানস দাস। আচমকাই রাস্তা আটকে দেয় একদল ভূত। ভয়ে জড়োসড়ো হয়ে গাড়ি থামিয়ে দিয়ে রীতিমতো কাঁপছেন তাঁরা। তবে কিছুক্ষনের মধ্যেই আতঙ্কের ঘোর কাটল তাদের মধ্যে। ভূতেরাই নিজেদের পরিচয় দিয়ে চকলেট দিয়ে উদযাপন করল বিশ্ব হ্যালোইন দিবস।
মাঝরাতে রায়গঞ্জ শহরের রাজপথে এমনই ভূতেদের দেখা মিলল। ভূত সেজে ভয় দেখানো মহুয়া ঘোষ বলেন, প্রতিবারের মতন এইবারও হ্যালোইন ডে পালন করতেই ভূতের সাজ সেজে মাঝরাতে শহরের রাস্তায় বেরিয়েছি আমরা। মানুষকে ভয় দেখাতে নয়, চকোলেট নিয়ে মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার উদ্দেশ্য নিয়ে।