হালিশহর পৌরসভার নতুন প্রশাসক হলেন রাজু সাহানি
একদিন আগে পুরপ্রশাসক অংশুমান রায়ের পদত্যাগের পর প্রশাসকের পদের দায়িত্ব নিলেন তৃণমূল কংগ্রেসের এই দীর্ঘদিনের বর্ষিয়ান নেতা রাজু সাহানি।পুরসভা সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির মধ্যেই হালিশহর পৌরসভার পুরপ্রধান তথা প্রাক্তন প্রসাশক অংশুমান রায় নিজেই ব্যক্তিগত কারণে সম্প্রতি পুরো প্রশাসকের পদ থেকে ইস্তফা দেন।

এই পরিস্থিতিতে হালিশহর পৌরসভা এলাকায় গোটা কাজকর্ম পুরোদমে সচল রাখার দায়িত্ব নিয়ে হালিশহর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের দলের বর্ষিয়ান নেতা রাজু সাহানিকে এই পদের জন্য বেছে নেওয়া হয়।
এদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে হালিশহর পৌরসভার প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা রাজু সাহানি। দায়িত্ব নিয়ে তিনি জানান, 'এই পুরসভার যে কাজগুলো আটকে রয়েছে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মানুষকে অগ্রাধিকার দিয়ে সকলের পরামর্শ নিয়ে কাজ করব।
অংশুমান রায় আমাদের অভিভাবক। তিনি আমাদের সঙ্গেই আছেন। পুরসভা চালানোর কাজে তাঁর পরামর্শ নিয়ে কাজ করব।