For Quick Alerts
For Daily Alerts
হলদিয়া পেট্রোকেমে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু
মৃত্যু হয়েছে হলদিয়া পেট্রাকেম এর ন্যাপথা ইউনিটে আগুন লাগার ঘটনার আহত আরও এক জনের। বুধবার রাতে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে পুলকানন্দ মাইতি (৪৪) নামের ওই কর্মীর । এই নিয়ে এই আগুন লাগার ঘটনাতে মৃত্যু হয়েছে তিন জনের।

জানা গিয়েছে, নিহত পুলকানন্দ মাইতির বাড়ি হলদিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাজরা মোড় এলাকায়।
গত ২০ সেপ্টেম্বর আগুন লাগে ন্যাপথা ইউনিটের পাইপে। কাজ করার সময়ে হঠাৎ বিস্কোরণ হয় এই পাইপলাইনে। তার জেরে আগুন লেগে যায়। এই ঘটনায় আহত হয়েছিলেন মোট ১৩ জন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতায়। এর আগে এই ঘটনায় আহত মহিষাদলের সৌগত সামন্ত এবং উত্তর ২৪ পরগনার আগরপাড়ার সুকান্ত পল্লির বাসিন্দা পারিজাত ভট্টাচার্যের মৃত্যু হয়েছে । বুধবার মৃত্যু হয়েছে পুলকানন্দ মাইতির। বাকি আহতরা চিকিৎসাধীন।