For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধুঁকতে থাকা হলদিয়া শিল্পাঞ্চলে মনে আশা নিয়ে বিশ্বকর্মা পুজো শ্রমিকদের

নাব্যতা কমেছে হলদিয়া বন্দরের । ফলে জাহাজ এসে ঢুকতে পারে না এই বন্দরে।

  • |
Google Oneindia Bengali News

নাব্যতা কমেছে হলদিয়া বন্দরের । ফলে জাহাজ এসে ঢুকতে পারে না এই বন্দরে। মূল বন্দর থেকে অনেকটা দূরে স্যান্ড হেডে এসে দাঁড়িয়ে থাকে জাহাজ। সেখান থেকে ছোট জাহাজে করে মাল নিয়ে আসা হয় বন্দরে। এর ফলে খরচ যেমন বেশি হয় তেমনই মাল বন্দরে আনতে সময় লাগে অনেক।

ধুঁকতে থাকা হলদিয়া শিল্পাঞ্চলে মনে আশা নিয়ে বিশ্বকর্মা পুজো শ্রমিকদের

এই কারণে এখন অনেক জাহাজ আসতে চায় না হলদিয়া বন্দর। তারা পড়শি রাজ্য ওডিশাতে এসে মাল খালাস করে। অনেক দিন ধরে দাবি উঠেছে যে হলদিয়া বন্দরের নাব্যতা বৃদ্ধি করার ব্যবস্থা করুক কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। কিন্তু তা হয় নি বলে অভিযোগ। এই কারণে এখন ধুঁকছে হলদিয়া শিল্পাঞ্চল।

কারণ এই বন্দরের ওপর নির্ভর করে তৈরি হয় হলদিয়া শিল্পাঞ্চল। হিন্দুস্তান ফার্টিলাইজার সহ বেশ কিছু কারখানাতে এখন কোনও কাজ হয় না। তবুও এখানে অনেকগুলি শিল্প কারখানা চলে। সেখানে নিয়ম মেনে বিশ্বকর্মা পুজো হয়। কারখানা কর্তৃপক্ষ যেমন পুজো করে তেমনই পুজো হয় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে। এই বছরও হচ্ছে। ছোট বড় মিলিয়ে প্রায় চারশো বিশ্বকর্মা পুজো হয় হলদিয়া এলাকায়।

English summary
Haldia industrial belt celebrates Viswakarma Puja with new hope
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X