For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ে ঘিরে পুলিশের লাঠিচার্জ! জাতিবিদ্বেষ নিয়ে ফের লজ্জাজনক কাণ্ড

ঘটনাস্থল গুজরাত। সেখানে এক দলিত পাত্রের বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল, আর তাতেই বাধ সাধেন স্থানীয় কয়েকজন উচ্চবর্ণের মানুষ। স্থানীয় উচ্চবর্ণের পাতিদার সম্প্রদায়ের মানুষজনের দাবি নিম্নজাতির দলিতদের বিয়ের যজ্

  • |
Google Oneindia Bengali News

ঘটনাস্থল গুজরাত। সেখানে এক দলিত পাত্রের বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল, আর তাতেই বাধ সাধেন স্থানীয় কয়েকজন উচ্চবর্ণের মানুষ। স্থানীয় উচ্চবর্ণের পাতিদার সম্প্রদায়ের মানুষজনের দাবি নিম্নজাতির দলিতদের বিয়ের যজ্ঞ বন্ধ করতেই রাস্তায় নেমে পড়েন উচ্চবর্ণের পাতিদাররা।

বিয়ে ঘিরে পুলিশের লাঠিচার্জ! জাতিবিদ্বেষ নিয়ে ফের লজ্জাজনক কাণ্ড

প্রথমে বিয়ের শোভাযাত্রা রুখে দেওয়া হয়। পরে বিয়ের যজ্ঞ অনুষ্ঠান সমস্ত কিছু রুখে দেওয়া হয়। গুজরাতের খাম্বিয়ার গ্রামের এমন ঘটনায় রীতিমত তৎপর হয়ে ওঠে পুলিশ। এলাকায় পৌঁছতই দুই তরফে বচসা থামাতে গিয়ে লাঠিচার্জ করে পুলিশ। এদিকে, গ্রামবাসীদের মধ্যে শুরু হয়ে যায়, পাথর ছোড়া। যে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

এরপর পুলিশি নিরাপত্তা নিয়ে সেই নিম্নবর্ণের ব্যক্তিকে ফের বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়। শেষমেশ বিয়ে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। তবে, নিম্নবর্ণের ওই ব্যক্তির পরিবারের দাবি, কোনও পুলিশি নিরাপত্তা তাঁরা পাননি। অভিযোগ আর পাল্টা অভিযোগ ঘিরে স্বাধীন ভারতে এমন এক জাতি বিদ্বেষের ঘটনা আরও এক লজ্জাজনক অধ্যায়কে টেনে বার করল।

English summary
Gujarat Upper castes stop Dalir wedding procession,force party to turn back .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X