For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুলিকাণ্ডে সিবিআই তো হল না! পরীক্ষার মধ্যেই দাড়িভিট স্কুলে ঝোলানো হল তালা

ফের বিতর্ক। ফের বন্ধ উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট স্কুল। আবারও সিবিআইয়ের দাবিতে উত্তাল হয়ে উঠল দাড়িভিট। অভিভাবকরা তালা ঝুলিয়ে দিল দাড়িভিট স্কুলে।

  • |
Google Oneindia Bengali News

ফের বিতর্ক। ফের বন্ধ উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট স্কুল। আবারও সিবিআইয়ের দাবিতে উত্তাল হয়ে উঠল দাড়িভিট। অভিভাবকরা তালা ঝুলিয়ে দিল দাড়িভিট স্কুলে। অভিযোগ, প্রকৃত দোষীরা এখনও শাস্তি পায়নি। সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়নি। তাই স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা।

গুলিকাণ্ডে সিবিআই তো হল না! পরীক্ষার মধ্যেই দাড়িভিট স্কুলে ঝোলানো হল তালা

দাড়িভিট স্কুলে গুলিকাণ্ডে নিহত দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারও এদিন হাজির ছিলেন বিক্ষোভকারীদের মধ্যে। তাদের অভিযোগ, সিবিআই তদন্তের ব্যাপারে ভাবনা-চিন্তা করার কথা জানিয়েছিলেন মহকুমা শাসক। কিন্তু তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রকৃত দোষীরা শাস্তি পায়নি এই ঘটনায়।

মহকুমা শাসকের প্রতিশ্রুতিতে ১০ নভেম্বর স্কুল গেটের চাবি খোলা হয়েছিল। শুরু হয়েছিল পঠনপাঠন। কিন্তু ফের মহকুমা শাসকের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের দাবিতে সরব হলেন দাড়িভিটের বাসিন্দারা। স্কুলেও তালা ঝুলিয়ে দিলেন। ফলে শিক্ষক-শিক্ষিকার স্কুলে ঢুকতে পারছে না। পরীক্ষাও শিকেয় উঠেছে।

স্কুল খোলার পর মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়েছিল। এবার দাড়িভিট স্কুল থেকে ২২১ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৮৬ জন। তাঁদের নিয়েই বেশি সমস্যার পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর দাড়িভিট স্কুল উত্তাল হয়ে ওঠে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই ছাত্রের। গুলিতে জখম হন বিপ্লব সরকার নামে এক ছাত্র। সেও টেস্ট পরীক্ষা দেয় এবার। তবে মৌখিক ও প্র্যাক্টিক্যাল পরীক্ষা বাকি ছিল।

English summary
Guardians lock at the Dharivit School during examination to demand of CBI. They want CBI investigation in student murder case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X