For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সকলের হাতেই কি ন্যূনতম টাকা অনুদান দেওয়া উচিত সরকারের! কী মত অমর্ত্য সেনের

শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে অশোক রুদ্র স্মারক বক্তৃতায় জমে উঠল আলোচনা।

  • |
Google Oneindia Bengali News

শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে অশোক রুদ্র স্মারক বক্তৃতায় জমে উঠল আলোচনা। উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদেরা। প্রণব বর্ধন, অমর্ত্য সেন, বিদ্যুৎ চক্রবর্তীরা সকলের জন্য ন্যূনতম বেতন বা ইউনিভার্সাল বেসিক ইনকাম চালু নিয়ে বিতর্কে অংশগ্রহণ করেন। সকলের জন্য ন্যূনতম বেতনের পক্ষে সওয়াল করেছিলেন প্রণব বর্ধন। তার বিপক্ষে কথা বলেন অমর্ত্য। বন্ধুত্বপূর্ণ আলোচনা ও বিতর্ক দারুণ জমে উঠেছিল।

সকলকেই কি ন্যূনতম টাকা অনুদান দেওয়া উচিত সরকারের

সেখানে অর্থনীতিবিদ প্রণব বর্ধন দাবি করেন, দেশের সমস্ত নাগরিকদের আর্থিক নিরাপত্তা পাওয়ার অধিকার থাকা উচিত। শরীরের নিরাপত্তা দেওয়া যেমন রাষ্ট্রের কর্তব্য, তেমনই আর্থিক নিরাপত্তাও পাওয়া উচিত। এবং সামাজিক অবস্থান না দেখেই তা সরকারের দেওয়া উচিত।

এর পাল্টা অমর্ত্য সেন বলেন, উন্নত দেশে ইউরোপ-আমেরিকায় এমনটা হলে অস্বাভাবিক কিছু নয়। তবে ভারতের মতো দেশে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা খাতে উন্নতি আগে নিশ্চিত করতে হবে। তারপর সকলকে আর্থিক নিরাপত্তার বিষয়টি ভাবা যেতে পারে।

অমর্ত্যর যুক্তি, হাতে সরকারি অনুদানের টাকা এলেই মানুষ বেসরকারি পরিষেবার দিকে ঝুঁকবে। তাতে আখেরে কোনও লাভই হবে না। এবং সরকারি অনুদান পেলেই যে মানুষ সবার প্রথমে তা স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি পরিষেবায় খরচ করবে তারও কোনও নিশ্চয়তা নেই।

প্রণব বর্ধনের যুক্তি ছিল, ধনী হোক বা দরিদ্র, কেরলে প্রাকৃতিক বিপর্যয়ে সকলের ক্ষতি হয়েছে। সরকারি অনুদান পেলে তা সকলের কাছে বীমার কাজ করতে পারে।

English summary
Granting basic income to all may lead to more privatisation, says Amartya Sen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X