For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভাযাত্রা সহ গঙ্গাবক্ষে চিতাভস্ম বিসর্জন, ভারত-বাংলাদেশ মিলিয়ে ১৩ টি নদ-নদীতে শ্রীশ্রী দাদার অস্থিভস্ম বিলীন

শোভাযাত্রা সহ গঙ্গাবক্ষে চিতাভস্ম বিসর্জন, ভারত-বাংলাদেশ মিলিয়ে ১৩ টি নদ-নদীতে শ্রীশ্রী দাদার অস্থিভস্ম বিলীন

  • |
Google Oneindia Bengali News

ভারত ও বাংলাদেশ মিলিয়ে ১৩ টি নদ-নদীতে বিলীন হয়ে গেল সৎসঙ্গের দ্বিতীয় আচার্য্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার (অশোক কুমার চক্রবর্তী) অস্থিভস্ম। গত ডিসেম্বরে তাঁর প্রয়াণ ঘটে। তিনি শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাতি। এদিন পানিহাটিতে ছিল শ্রীশ্রী দাদার অন্তিম চিতাভস্ম বিসর্জন কর্মসূচি।

ডিসেম্বরে প্রয়াণ

ডিসেম্বরে প্রয়াণ

গত বছর ১৬ ডিসেম্বর পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পৌত্র তথা সৎসঙ্গের দ্বিতীয় আচার্য্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার (অশোক কুমার চক্রবর্তী) মহাপ্রয়াণ ঘটে।

চিতাভস্ম বিসর্জন কর্মসূচি

চিতাভস্ম বিসর্জন কর্মসূচি

গত ১৯ মে থেকে ভারত ও বাংলাদেশের বিভিন্ন নদ নদীতে শ্রীশ্রী দাদার চিতাভস্ম বিসর্জন কর্মসূচি শুরু হয়েছে। ২১ জুন মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার পানিহাটি সৎসঙ্গ মন্দির সংলগ্ন
গঙ্গার সৎসঙ্গ ঘাটে পরম পূজ্যপাদ শ্রীশ্রী দাদার অন্তিম চিতাভস্ম বিসর্জন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় শোভাবাজার সৎসঙ্গ ঠাকুরবাড়ি থেকে শ্রী শ্রী দাদার চিতাভস্ম একটিসুসজ্জিত গাড়িতে করে নিয়ে পানিহাটি সৎসঙ্গ ঠাকুরবাড়ির উদ্দেশ্যে সপরিবার রওনা দেন প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রপৌত্র তথা সৎসঙ্গের প্রশাসক পরম পূজনীয় অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী(পূজনীয় বিঙ্কিদাদা)।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

রাজ্য সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে সরকারি উদ্যোগে চিতাভস্ম সহ পঁচিশটি গাড়ির কনভয়কে শোভাবাজার থেকে পানিহাটি পর্যন্ত নিয়ে আসাহয়। শ্রী শ্রী দাদা তাঁর জীবদ্দশায় লক্ষ লক্ষ মানুষকে শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে উদ্বুদ্ধ করে চালিত করেছেন। তাই তাঁর অন্তিম চিতাভস্ম বিসর্জন চাক্ষুষ করার জন্য ভিড় জমান শ্রীশ্রী ঠাকুরের হাজারহাজার ভক্ত অনুরাগী। নির্দিষ্ট ধর্মীয় রীতি পালন করে সৎসঙ্গ ঘাট থেকে একটি সুসজ্জিত নৌকায় করে চিতাভস্ম নিয়ে জায়গা হয় গঙ্গা বক্ষে। চিতাভস্ম বিসর্জন করেন পরম পূজনীয় অনিন্দ্যদ্যুতিচক্রবর্তী। চিতাভস্ম বিসর্জন কর্মসূচি দেখতে কোন্নগর ,চুঁচুড়া সহ বিভিন্ন জায়গা থেকে একাধিক লঞ্চ ও নৌকায় করে সৎসঙ্গীরা জলপথে সৎসঙ্গ ঘাটে এসে পৌঁছন।

স্মরণে পানি হাটি

স্মরণে পানি হাটি

পানিহাটি সৎসঙ্গ মন্দিরের পক্ষে সহপ্রতি ঋত্বিক কৃষ্ণ চন্দ্র দাস বলেন,"আজ সৎসঙ্গ ঘাটে শ্রী শ্রী ঠাকুরের বড় নাতি তথা সৎসঙ্গের দ্বিতীয় আচার্য্য শ্রী শ্রী দাদার চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়েছে। শ্রীশ্রীদাদা একাধিকবার পানিহাটি সৎসঙ্গ ঠাকুরবাড়িতে এসেছেন। ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ১৩ টি নদ নদীতে তাঁর চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়েছে।আজ ছিল অন্তিম কর্মসূচি। পানিহাটি এলাকার
মানুষজন ধন্য।"

রক্ষাকবচ পেলেন না মানিক ভট্টাচার্য, হাইকোর্টে হাজিরা দিতেই হবে পর্ষদ সভাপতিকেরক্ষাকবচ পেলেন না মানিক ভট্টাচার্য, হাইকোর্টে হাজিরা দিতেই হবে পর্ষদ সভাপতিকে

English summary
Grand son of Anukul Chandra Sri Sri Dada's ashes have disappeared in 13 rivers including India and Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X