রাজ্যে আরও চার রোগ মহামারীর তালিকাভুক্ত! কোয়ারেন্টাইনের জন্য সরকারি নির্দেশিকা
বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যে শুধুমাত্র নোভেল করোনা ভাইরাস ( coronavirus) মহামারীর (epidemic) তালিকাভুক্ত ছিল। বুধবার থেকে সেই তালিকায় আরও চারটি সংক্রামক ব্যাধিকে যুক্ত করা হয়েছে। এবার থেকে রাজ্য সরকারি কোনও কর্মী কিংবা তাদের পরিবারের সদস্য এই রোগে আক্রান্ত হলে, তাঁদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে যাওয়া আবশ্যক করা হয়েছে। বুধবার এনিয়ে নির্দেশিকা জারি করেছে অর্থদফতর।
বিজেপির ভরসা 'পিরামিড'! শুভেন্দু অধিকারীকে নিয়ে কোন অবস্থান, ব্যাখ্যা করলেন কৈলাশ

তালিকায় যুক্ত হয়েছে যেসব রোগ
এতদিন পর্যন্ত তালিকায় ছিল নোভেল করোনা ভাইরাস। বুধবার থেকে সেই তালিকায় যুক্ত করা হয়েছে সার্স, মার্স, সিসিএইচএফ এবং নোভেল ইনফ্লুয়েঞ্জা।

বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন
করোনার সংক্রমণের শুরুর থেকেই ১৪ দিনের কোয়ারেন্টাই বাধ্যতামূলক করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই নিয়ম সব দেশের সব সরকারকেই মানতে হয়েছে এবং হচ্ছে। কোনও সরকারি কর্মী করোনায় আক্রান্ত হলে তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। কিংবা কোনও সরকারি কর্মীর পরিবারের সদস্য করোনা আক্রান্ত হলেও, সেই কর্মীকে কোয়ারেন্টাইনের ছুটি দেওয়া হয়। এছাড়াও আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের অন্তত তিনদিন আলাদা থাকার পরামর্শও দেওয়া হয়।

এবারে নতুন চার রোগের ক্ষেত্রেও বাধ্যতামূলক কোয়ারেন্টাইন
এবার থেকে সার্স, মার্স, সিসিএইচএফ এবং নোভেল ইনফ্লুয়েঞ্জায় যদি কেউ আক্রান্ত হন, তাহলেও সরকারি কর্মীদের কোয়ারেন্টাইনের ছুটি দেওয়া হবে।

রাজ্য সরকারের আশঙ্কা
রাজ্য সরকার আশঙ্কাপ্রকাশ করছে, বর্তমান পরিস্থিতিতে সার্স, মার্স, সিসিএইচএফ এবং নোভেল ইনফ্লুয়েঞ্জা করোনার মতো বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। সেইজন্যই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। কোয়ারেন্টাইনের এই পর্বকে ছুটি হিসেবেই গণ্য করা হবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়।
