For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদিবাসী ও সংখ্যালঘুদের নিজের ভাষার বই বিক্রি বাড়াতে উদ্যোগ

আদিবাসী ও সংখ্যালঘুদের নিজের ভাষার বই বিক্রি বাড়াতে উদ্যোগ

  • |
Google Oneindia Bengali News

আদিবাসী, সংখ্যালঘুদের নিজের ভাষার বইয়ের সংখ্যা বৃদ্ধি করতে ও তাদের নিজের ভাষার বই পড়তে আগ্রহী করে তুলতে রাজ্যের প্রতিটি বইমেলাতে অন্তত দশ শতাংশ স্টল বরাদ্দ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আদিবাসী ও সংখ্যালঘুদের নিজের ভাষার বই বিক্রি বাড়াতে উদ্যোগ

বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষ ঝাড়গ্রাম জেলা বইমেলায় উদ্বোধন করতে এসে এই কথা জানালেন রাজ্যের গ্রন্থাগার ও জন শিক্ষা দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। আদিবাসী, জঙ্গলমহলের মানুষ, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যাতে নিজের ভাষার বই পড়তে আগ্রহী হয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই দিন জেলার প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে ও আনন্দ পুরস্কার প্রাপ্ত লেখক নলিনী বেরাকে সঙ্গে নিয়ে এই বইমেলা শুরু হয়েছে। এই বইমেলা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এই দিন সিদ্দিকুল্লা চৌধুরী জেলা শাসক ও প্রশাসনের আধিকারিকদের বলেন এই জেলাতে যেন একটি ভ্রাম্যমান লাইব্রেরি করা হয় ও সেটি গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছে পৌঁছাতে পারে বই নিয়ে যাতে মানুষ ঘরে বসে বই পেতে পারেন তার ব্যবস্থা গ্রহণ করতে।

এই সঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন যে তারা পুরোনো প্রায় 37 হাজার বই' ডিজিটাইজড' করে সংরক্ষণের ব্যবস্থা করেছেন। এই সঙ্গে সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন, ' আপনারা আমাদের পুরোনো বই দিন। আমরা সেগুলো সংরক্ষণ করব। ওই সব পুস্তক এখন আর বই আকারে পাওয়া না গেলেও যে ভাবে প্রযুক্তির ব্যবহার করে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে তাতে সেই সব বই কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে পড়া যাবে।

English summary
Govt initiative to increase sell of books of Adivasi and minorities in Jhargram book fair
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X