রাজ্যপাল ধনকড়ের টুইট অভিজিৎ বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে! পড়ুয়া বিক্ষোভ ঘিরে কোন বার্তা
বাইরে তখন 'গো ব্যাক ' স্লোগানে মুখর কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বেশ কয়েকজনের হাতে তখন দেখা গিয়েছে 'পদ্মপাল' লেখা প্ল্যাকার্ড। আর এই সমস্তই ছিল বাংলার রাজ্যপাল তথা কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের আচার্য জগদীপ ধনকড়ের বিরধিতায়। এদিন নজরুলমঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিক্ষোভের সময় রাজ্যপাল-অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ ঘিরে একাধিক ছবি পোস্ট করলেন খোদ জগদীপ ধনকড়।
|
'অভিজিতের উপস্থিতিতে ডি. লিট-এ স্বাক্ষর'
বাইরে তখন প্রবল বিক্ষোভ। আর ততক্ষণে নজরুল মঞ্চের অন্দরমহলে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা হয় নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। যে নোবেলজয়ী এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসেছেন ডি .লিট উপাধি নিতে। আর সেই সুবিখ্যাত বঙ্গ সন্তানের উপস্থিতিতে যে তাঁর সংশাপত্রে রাজ্যপাল স্বাক্ষর করেছেন সেই ছবি নিজেই পোস্ট করেন জগদীপ ধনকড়।
|
ক্ষোভ উগড়ে দেন রাজ্যপাল
এদিন রাজ্যাপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ ঘিরেও ব্যাপক ক্ষোভ উগড়ে দেন। তাঁর বার্তা, যেভাবে এদিন বিক্ষোভ প্রদর্শিত হয়েছে, তা বাংলার সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে ছাপ পেলবে বহু বছর ধরে।
|
আত্মসমালোচনা প্রয়োজন!
এদিন নিজের টুইটে এদিনের বিভিন্ন ছবি পোস্টের পর রাজ্যপাল লেখেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎটি কেমন ছিল। এমনকি এদিন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর মায়ের উপস্থিতির কথাও টুইটে উল্লেখ করেন রাজ্যপাল। পাশাপাশি, যারা এদিনের বিক্ষভ সামিল হয়েছিলেন , সেই পড়ুয়াদের প্রতি বার্তায় রাজ্যপাল লেখেন , যাঁরা সংস্কৃতি ও ঐতিহ্যকে আঘাত করেছেন, তাঁরা নিজের কৃত কর্মের দিকে যেন একবার তাকিয়ে দেখেন!