For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনিস-কাণ্ডের সত্যতা সামনে আসুক চান রাজ্যপাল, সিবিআইতেই অনড় বাবা

আনিস খানের তদন্তে নয়া মোড়! ঘটনায় দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ওই দুজনকে জেরা করে আনিস খানের মৃত্যু রহস্যের জট খুলতে মরিয়া পুলিশ। তবে পরিস্থিতি যত এগোচ্ছে তত জটিল হচ্ছে পরিস্থিতি। রহস্যের জালে জড়িয়ে পড়ছে পুলিশই।

  • |
Google Oneindia Bengali News

আনিস খানের তদন্তে নয়া মোড়! ঘটনায় দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ওই দুজনকে জেরা করে আনিস খানের মৃত্যু রহস্যের জট খুলতে মরিয়া পুলিশ। তবে পরিস্থিতি যত এগোচ্ছে তত জটিল হচ্ছে পরিস্থিতি। রহস্যের জালে জড়িয়ে পড়ছে পুলিশই। আর এই অবস্থায় আনিস মৃত্যু-কাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

আমতায় দফায় দফায় সিট

তিনি বলেন, ছাত্রনেতা আনিসের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। অবশ্যই এই ঘটনায় সত্যতা সামনে আসা দরকার বলে মনে করেন রাজ্যপাল। আর এক্ষেত্রে প্রথম সেবক হিসাবে যতটা সক্রিয় থাকার কথা এই বিষয়ে, রাজ্যপাল তার থেকে বেশি সক্রিয় বলে দাবি জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একই সঙ্গে সবরকম ভাবে সাহায্য করার বার্তাও দেন তিনি।

রাজ্যপালের মতে, সত্য ঘটনা সামনে আসার দরকার।

অন্যদিকে আজ বুধবার দফায় দফায় আনিসের বাড়িতে যান সিটের তদন্তকারী আধিকারিকরা। তদন্তের স্বার্থে আনিসের দেহ ফের একবার ময়নাতদন্ত করার জন্যে বলা হয়। কিন্তু তাতে রাজি হয় না আনিসের পরিবার।

তাঁদের দাবি, আমরা সিটকে মানছি না। আর সেই কারণে দেহ দ্বিতীয়বার তোলার কোনও প্রয়োজন নেই বলেই স্পষ্ট সিটের আধিকারিকদের জানিয়ে দেন আনিসের পরিবার। যদিও সিটের তরফে বারবার বোঝানোর চেষ্টা করা হয় যে তদন্তের স্বার্থে সহযোগিতা করাটা কতটা প্রয়োজনীয়। কিন্তু সিবিআই দাবিতেই অনড় আনিসের বাবা।

শেষমেষ জানা যাচ্ছে এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট লেভেলের এক আধিকারিককে নিয়ে আসা হয়েছে। তাঁর তত্ত্বাবধানে দেহ তুলে ফের একবার ময়নাতদন্তের জন্যে পরিবারের কাছে আবেদন করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হলেও আরও বেশ কয়েকজন ঘটনার সঙ্গে জড়য়ে রুয়েছেন বলে খবর।

কিন্তু তাঁরা কারা? সেটারই খোঁজ করছেন পুলিশ আধিকারিকরা। তবে এদিন রাজ্যে পুলিশের ডিজিপি জানান, নিরপেক্ষ ভাবে তদন্ত হচ্ছে। কিন্তু সিটের তদন্তে কোনও রকম সাহায্য করা হচ্ছে না বলে দাবি পুলিশের। আর তাই পরিবারকে সবরকম সাহায্যের কথা বলেন। কিন্তু তাঁদের কাছে বেশ কিছু তথ্য তাঁরা পেয়েছেন বলে জানিয়েছেন পুলিশের ডিজিপি। ১৫ দিনের মধ্যেই সব তথ্য সামনে আসবে বলেও দাবি।

অন্যদিকে আনিশ খানের হত্যার প্রতিবাদে আজও উত্তাল কলকাতা। বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকে মিছিল হয়। মিছিল হয় নিউটাউন আলিয়া ইউনিভার্সিটির ছাত্রদেরও। নিউটাউন আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে এই মিছিল মহম্মদপুর শীলপোতা মোড়ে গিয়ে স্লোগান দিতে থাকে।এরপর আবার তারা মিছিল করে আলিয়া ইউনিভার্সিটিতে পৌঁছয়।

English summary
Governor wants, fact should come in front of everyone in Anis Khan death case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X