রাজ্যপালের উদ্যোগ! পুরভোটের আগে অমিত শাহ, ধনকর বৈঠক নিয়ে জল্পনা
শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট দেবেন রাজ্যপাল। দুপুর দুটো পয়তাল্লিশ নাগাদ এই সাক্ষাতের জন্য সময় নির্ধারিত হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই বৈঠক নিয়ে কিছু বলতে চায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাত
এদিন সংসদে অমিত শাহের অফিসে সাক্ষাৎ করবেন রাজ্যপাল। টুইটে রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যপাল হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎকার। রাজ্যের পক্ষে উদ্বেগের বিষয়গুলি নিয়ে কথা বলে বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে।

রাজ্যপালের উদ্যোগে বৈঠক
সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকটি হতে চেলেছে রাজ্যপালের উদ্যোগে। দুজনের মধ্যে বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খল্য প্রধান বিষয় হিসেবেই উঠে আসতে চলেছে। পুরভোটের আগে যা যথেষ্টই গুরুত্বপূর্ণ।

অমিত শাহের কলকাতা সফরের এক সপ্তাহের মধ্যে বৈঠক
গত রবিবারে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। তিনি শহিদ মিনারে সভাও করেন। সেই সময় অমিত শাহ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

রাজ্য-রাজ্যপাল বিতর্ক নেই, জানিয়েছেন পার্থ
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ছেন, রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে বিতর্ক নেই। আর যদি বিতর্ক থেকেও থাকে তাহলে তারা জানেন কীভাবে তাতে জল ঢেলে দিতে হয়। তবে এই বৈঠক নিয়ে তৃণমূল নেতৃত্ব কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।