একের পর এক বিষয়ে রাজ্য তথ্য লুকোতে চাইছে! মমতাকে কড়া ভাষায় হুঁশিয়ারি ধনখড়ের
মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আরটিআই করে তথ্য মিলছে না। এমন কী রাজ্যপাল চাইলেও রেয়াত করা হচ্ছে না। যা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল। টুইটে তিনি বলেছেন কঠিন সময় আসছে।

মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি
রাজ্যের বিরুদ্ধে করা আরটিআই নিয়ে নিষ্ক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কার্যত এমনটাই অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। এমন কী রাজ্যপালকেও রেহাই দেওয়া হচ্ছে না। সামনে কঠিন সময় টুইটে বলেছেন রাজ্যপাল।

সবই অপরাধ
একের পর এক ভুলের কারণে রাজ্যে তথ্য জানার অধিকারগুলি ঢাকা পড়েছে বলেও উল্লেখ করেছেন রাজ্যপাল। তিনি বলেছেন, দুর্নীতি, পৃষ্ঠপোষকতা এবং পক্ষপাতিত্ব, সবই অপরাধ।

সত্য প্রকাশের ভয়ে তথ্য গোপন
রাজ্যপালের প্রশ্ন সত্য প্রকাশের ভয়েই কি তথ্য গোপন? তিনি বলেছেন, আইন অনিবার্ষভাবে জালিয়াতদের ধরে ফেলবে।

বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ
রাজ্যপাল আগেও বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল। এদিনও সরব হয়েছেন, করোনা মোকাবিলায় জিনিসপত্র কেনা নিয়ে দুর্নীতি, আম্ফানের ত্রাণে দুর্নীতি এবং রেশন দুর্নীতি নিয়ে।
একুশের ভোটে শক্তিবৃদ্ধিই টার্গেট, দলবদলিদের ফিরে আসার অনুরোধে কি মৌসমকে বার্তা প্রদেশ সভাপতি অধীরের