For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পরাক্রম বনাম দেশপ্রেম' বিতর্কের আগুনে ঘি! কী বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়?

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য় প্রয়োজনীয় সবরকম ব্য়বস্থা নেওয়া হবে৷ রাজ্য়ের বাসিন্দাদের আশ্বস্ত করে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের রাজ্য়পাল জগদীপ ধনকড়৷ আজ রাজভবনে নেতাজির ১২৫তম জন্মদিন উদযাপনের পর সাংবাদিকের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি৷

গণতান্ত্রিক পরিকাঠামোর বিরুদ্ধে যাওয়া উচিত নয়

গণতান্ত্রিক পরিকাঠামোর বিরুদ্ধে যাওয়া উচিত নয়

পাশাপাশি রাজ্য় সরকারের নাম না করে এদিন রাজ্য়পাল বলেন, সব পদক্ষেপে মতভেদ প্রকাশ করা এবং গণতান্ত্রিক পরিকাঠামোর বিরুদ্ধে যাওয়া উচিত নয়৷ আজ রাজভবনে নেতাজির জন্মদিন উপলক্ষে তাঁর ছবির উন্মোচন করেন রাজ্য়পাল৷ নেতাজির জন্মদিন উপলক্ষে ধনকড় জানান, 'নেতাজি' এমন একটা নাম যা লাখ লাখ মানুষের হৃদয়ে বাস করে, যা মানুষের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের উৎস৷

রাজভবনে 'পরাক্রম দিবস' পালন করা হয়

রাজভবনে 'পরাক্রম দিবস' পালন করা হয়

কেন্দ্রীয় সরকারের ঘোষণামতো আজ রাজভবনেও 'পরাক্রম দিবস' পালন করা হয়৷ সেখানেই আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য়বাসীকে আশ্বস্ত করেন রাজ্য়পাল৷ সেখানেই তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য় প্রয়োজনীয় সবরকম ব্য়বস্থা নেওয়া হবে৷ নেতাজি জাতীয় ঐক্য়ের কথা বলতেন৷ তাই তাঁর সেই জাতীয় ঐক্য়ের নীতিতে সবার চলা উচিত৷'

যা বললেন জগদীপ ধনকড়

যা বললেন জগদীপ ধনকড়

এদিন নেতাজির জন্মদিন উপলক্ষে ধনকড় জানান, 'নেতাজি' এমন একটা নাম যা লাখ লাখ মানুষের হৃদয়ে বাস করে, যা মানুষের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের উৎস৷ বিশেষ করে যুবসমাজকে নেতাজির মতো কঠিন পরিস্থিতিতে দৃঢ়তার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগায়৷ রাজ্য়পাল আরও বলেন, নেতাজি জাতীয় ঐক্য়ের কথা বলতেন৷ তাই তাঁর সেই জাতীয় ঐক্য়ের নীতিতে সবার চলা উচিত৷

English summary
Governor Jagdeep Dhankhar supports naming Netaji Subhas Chandra Bose's Birthday as Parakram Diwas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X